গ্রাগ্স-পা-র্গ্যা-ম্ত্শো ১৫৫৫ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্বু-স্তোদ (ওয়াইলি: dbu stod) নামক অঞ্চলে দ্গে-রে (ওয়াইলি: dge re) নামক শহরে জন্মগ্রহণ করেন। তিনি দ্গোন-গ্সার (ওয়াইলি: dgon gsar) বৌদ্ধবিহারে দীক্ষালাভ করেন এবং ব্যাকরণ ও কাব্যশাস্ত্রের শিক্ষালাভ করেন। তিনি লাসা শহরে র্গ্যুদ-স্তোদ (ওয়াইলি: rgyud stod) মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৬২৩ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং পাঁচ বছর ঐ পদে ছিলেন।[১]