গৌরী পন্ডিত

গৌরী পণ্ডিত
২০১৩ সালের অগাস্ট মাসে গৌরী পণ্ডিত।
জন্ম
গৌরী পণ্ডিত
অন্যান্য নামগৌরী পণ্ডিত
পেশাঅভিনেত্রী, মডেল।
কর্মজীবন২০০৫ সাল – বর্তমান
দাম্পত্য সঙ্গীনিখিল ডিউঁইভেদি (২০১১ সাল – বর্তমান)

গৌরী পণ্ডিত হলেন একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী। তিনি তার কর্মজীবন শুরু করেন ২০০৫ সালে তেলুগু ছবি আন্দ্রুদু-এর মাধ্যমে। বরুণ সবতির সাথে হিরো হোন্ডার একটি বিজ্ঞাপনে তাকে দেখা যায়।[]

ব্যক্তিগত জীবন

গৌরী পণ্ডিত ৭ই মার্চ ২০১১ সালে বিয়ে করেন বলিউড নায়ক নিখিল দীউঁইভেদিকে[] ২০০৬ সাল থেকে তারা প্রেম করতে শুরু করেন।[]

চলচ্চিত্র তালিকা

সাল ছবির নাম ভূমিকা ভাষা টীকা
২০০৫ আন্দ্রুদু অার্চানা তেলুগু হিন্দিতে ডাবকৃত লোহা দা আইরন ম্যান হিসেবে।
২০০৭ ইটজ ব্রেকিং নিউজ গৌরী পণ্ডিত হিন্দি
২০০৯ কাসকো দীপিকা তেলুগু
২০১০ আকাশা রামান্না ইষা তেলুগু
জয়হে কর্ণাঠক
২০১১ নিত্য পেল্লিকোদুকু ঐশ্বর্য তেলুগু
রাজেন্দ্র তেলুগু
২০১২ হাউসফুল তারা তেলুগু

তথ্যসূত্র

  1. "Hero Honda Passion Pro 2010"। YouTube। ২০১০-০৮-২৭। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৩ 
  2. "Stars attend Nikhil Dwivedi's wedding reception - Rediff.com Movies"। Rediff.com। ২০১১-০৩-২৯। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৩ 
  3. "Nikhil Dwivedi, Gauri Pandit to marry in March"। Sify.com। ২০১১-০৩-০২। ২০১১-০৩-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!