গৌরব চক্রবর্তী

গৌরব চক্রবর্তী
জন্ম (1987-03-06) ৬ মার্চ ১৯৮৭ (বয়স ৩৭)
অন্যান্য নামনিকি
মাতৃশিক্ষায়তনঅ্যাসেম্বলি অফ গড চাৰ্চ স্কুল, পার্ক স্ট্রিট
সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা
ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান, পুণে
পেশাঅভিনেতা
সম্পাদক
পডকাস্ট সঞ্চালক
টেলিভিশন সঞ্চালক
কর্মজীবন২০০৭-বর্তমান
উচ্চতা১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীরিধিমা ঘোষ (২৮ নভেম্বর ২০১৭-বর্তমান)
সন্তানধীর
পিতা-মাতাসব্যসাচী চক্রবর্তী (পিতা)
মিঠু চক্রবর্তী (মা)
আত্মীয়অর্জুন চক্রবর্তী (ভাই)

গৌরব চক্রবর্তী (জন্ম ৬ মার্চ ১৯৮৭) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।[] ২০১০ সালের ২৮ জুন থেকে ২০১১ সালের ১লা এপ্রিল স্টার জলসায় প্রচারিত বাংলা মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারেতে প্রদীপ্ত লাহিড়ীর চরিত্রে অভিনয় করার জন্য এবং বিশেষত বাংলা ক্লাসিক গোয়েন্দা টিভি সিরিজ ব্যোমকেশে (২০১৪-২০১৫) তিনি আইকনিক বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন। তিনি এমন এক পরিবারের সন্তান যারা বাঙালি সাংস্কৃতিক অঙ্গনের সাথে বংশ ক্রমে জড়িত, তিনি জোছন দস্তিদার এবং চন্দ্রা দস্তিদার (তাঁর পিতামহ বড় জেঠু এবং জেঠিমা), বিজন ভট্টাচার্য (তাঁর পিতামহ বড় জেঠু), জগদীশ চন্দ্র চক্রবর্তী এবং মনিকা চক্রবর্তী (তাঁর ঠাকুরদা এবং ঠাকুমা) এবং তাঁর বাবা সব্যসাচী চক্রবর্তী এবং মা মিঠু চক্রবর্তী। তিনি ২০১১ সালের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র কৌশিক গঙ্গোপাধ্যায়ের রং মিলান্তিতে আত্মপ্রকাশ করেছিলেন।

শিক্ষা

গৌরব তার শিক্ষাজীবন শুরু করেন অ্যাসেম্বলি অফ গড চাৰ্চ স্কুল, পার্ক স্ট্রিট এ ভর্তির মাধ্যমে। তিনি সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা থেকে মাস কমিউনিকেশন ও ভিডিওগ্ৰাফি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান, পুণে থেকে ভিডিও এডিটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[][]

প্রাথমিক জীবন

গৌরব অল্প বয়স থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত। 'চাৰ্বাক' নামক একটি গ্ৰুপে তিনি অডিও টেকনিশিয়ান হিসেবে রং, দুধ খেয়েছে ম্যাওচলো পটল তুলি এই তিনটি নাটকে ব্যাকস্টেজের কাজ করেছেন। এছাড়াও তিনি অপ্সরা থিয়েটারের মামলা নাটকে 'তপসের' চরিত্রে অভিনয় করেছেন। তিনি কলেজে পড়াকালীন এইচআইভি/এইডস সম্পর্কিত আইসোলেশন নামক তথ্যচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

গৌরব ১৯৮৭ সালের ৬ই মার্চ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন।[] তার বেড়ে ওঠা কলকাতায়। তার ভাই হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। দীর্ঘদিন যাবৎ তার অভিনেত্রী রিধিমা ঘোষ এর সাথে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল। তাদের প্রথম আলাপ হয় রং মিলান্তি ছবির স্ক্রিপ্ট রিডিংয়ে ৫ই সেপ্টেম্বর ২০১০ সালে।[] তিনি ২৮ নভেম্বর ২০১৭ সালে রিধিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম ধীর।[]

কর্মজীবন

গৌরব ২০১০ সালে স্টার জলসার মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। সেখানে তিনি প্রদীপ্ত লাহিড়ীর ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন।[] তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়র রং মিলান্তি চলচ্চিত্রে অভিনয় করেন। যেটি ২০১১ সালে বাণিজ্যিকভাবে সফল ও সমালোচক দ্বারা প্রশংসিত হয়। ২০১৪ সালে তিনি কালার্স বাংলার ক্লাসিক গোয়েন্দা টিভি সিরিজ ব্যোমকেশে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসেন। সেখানে তিনি আইকনিক বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।[] এছাড়া তিনি ১৯৯৫ সালে জি বাংলার একুশে পা টেলিফিল্মে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন।

চলচ্চিত্রসমূহ

সাল চলচ্চিত্র চরিত্র পরিচালক সহ-শিলপী
২০১১ রঙ মিলান্তি[] ঋক কৌশিক গাঙ্গুলি ঋদ্ধিমা ঘোষ
২০১২ ল্যাপটপ জিয়ন কৌশিক গাঙ্গুলি ঋদ্ধিমা ঘোষ
২০১৩ ছায়াময় ইন্দ্রজিৎ প্রতাপ রায হরনাথ চক্রবর্তী সব্যসাচী চক্রবর্তীদীপঙ্কর দে
২০১৩ রূপকথা নয় প্রসিত অতনু ঘোষ সোহিনী সরকার
২০১৩ আসবো আরেক দিন আনোয়ার অভিজিৎ দাশগুপ্ত ও অরিন্দম শীল ঋদ্ধিমা ঘোষ
২০১৪ অপুর পাঁচালী অর্ক কৌশিক গাঙ্গুলি অর্ধেন্দু ব্যানার্জি
২০১৪ হাইওয়ে ধ্রুব সুদীপ্ত চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায়কোয়েল মল্লিক
২০১৫ ফেকবুক সুমন নস্কর ওরফে হুতুম সঞ্জয় বর্ধন ঋদ্ধিমা ঘোষ
২০১৫ আগুন বিনয় সরকার জয়দীপ মুখার্জী সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায় ও ইন্দ্রাশিস রায়
২০১৬ ঈগলের চোখ এস আই সঞ্জীব দাস অরিন্দম শীল শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত ও অনির্বাণ ভট্টাচার্য
২০১৬ গ্যাংস্টার অজয় বিরসা দাশগুপ্ত যশ দাশগুপ্ত
২০১৬ কলকাতায় কলাম্বাস ‌‌‌‌‌‌‌‌বলহরি রায় ওরফে রয় সৌরভ পালোধি মীর আফসার আলী, তনুশ্রী চক্রবর্তীঅনির্বাণ ভট্টাচার্য
২০১৬ ডবল ফেলুদা রনজিৎ বন্দ্যোপাধ্যায় সন্দীপ রায় সব্যসাচী চক্রবর্তী
২০১৭ দ্য বংস অ্যাগেন অনিন্দ্য অঞ্জন দত্ত পার্নো মিত্র
২০১৮ আসছে আবার শবর এস আই সঞ্জীব দাস অরিন্দম শীল শাশ্বত চট্টোপাধ্যায় ও শুভ্রজিৎ দত্ত
২০১৮ ক্রিসক্রস অহন বিরসা দাশগুপ্ত নুসরাত জাহান
২০১৯ ভুতচক্র প্রাইভেট লিমিটেড নিমো বোস ওরফে নিমো হরনাথ চক্রবর্তী সোহম চক্রবর্তীবনি সেনগুপ্ত
২০১৯ পরিণীতা রনদেব সেন রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলী
২০১৯ পূর্ব পশ্চিম দক্ষিণ অতিন রাজর্ষি দে ঈশিকা দে
২০১৯ সাগরদ্বীপে যকের ধন কুমার সায়ন্তন ঘোষাল পরমব্রত চট্টোপাধ্যায়কোয়েল মল্লিক
২০২০ দ্বিতীয় পুরুষ রজত সৃজিত মুখোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায়ঋদ্ধিমা ঘোষ
২০২০ চলো পটল তুলি মৈনাক অরিন্দম গাঙ্গুলি অরিন্দম গাঙ্গুলি
২০২১ ফ্লাইওভার এস আই অমিত সেন অভিমন্যু মুখার্জী কোয়েল মল্লিক
২০২১ এই আমি রেণু সুমিত সৌমেন সুর সোহিনী সরকার
২০২১ নির্ভয়া ঋত্বিক দত্ত[১০] অংশুমান প্রত্যুষ প্রিয়াঙ্কা সরকার
২০২২ স্বস্তিক সংকেত প্রিয়ম সায়ন্তন ঘোষাল নুসরাত জাহান
২০২২ আবার কাঞ্চনজঙ্ঘা রোহিত রাজর্ষি দে দেবলীনা কুমার
২০২২ বিসমিল্লাহ শিবু ইন্দ্রদীপ দাশগুপ্ত ঋদ্ধি সেনঅনিন্দিতা রায়চৌধুরী
২০২২ আজকের শর্টকাট আবেশ সুবীর মন্ডল পরমব্রত চট্টোপাধ্যায়
২০২৩ টেনিদা এ্যান্ড কোম্পানি কুশল মিত্র ওরফে ক্যাবলা সায়ন্তন ঘোষাল কাঞ্চন মল্লিক, সব্যসাচী চক্রবর্তীরিধিমা ঘোষ
২০২৩ মায়া মাইকেল রাজর্ষি দে রাফিয়াথ রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তীকমলেশ্বর মুখোপাধ্যায়

তথ্যসূত্র

  1. "Gaurav Chakrabarty - Movies, Biography, News, Age & Photos"BookMyShow। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৫ 
  2. চক্রবর্তী, গৌরব। "লং লিভ কলকাতা, লং লিভ ক্রিকেট!"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৫ 
  3. "Gaurav makes his dad proud"The Times of India। ২০১৭-০১-১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  4. "Ridhima Ghosh Bakes Rainbow Cake For Her Husband Gaurav Chakrabarty | SpotboyE"www.spotboye.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  5. "'তোমার সঙ্গেই অজস্র সূর্যাস্ত দেখতে চাই', ভালবাসার বর্ষপূর্তিতে ঋদ্ধিমার উদ্দেশে পোস্ট গৌরবের"ABP Bengali। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  6. "ধুতি-পাঞ্জাবিতে বাবার সঙ্গে টুইনিং, ধীরের মুখে-ভাতের সেলিব্রেশনে গৌরব-ঋদ্ধিমা"Hindustantimes Bangla। ২০২৪-০৩-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  7. Chakrabarty, Gaurav (২০২২-০৮-৩১)। "অন্য চরিত্রে অভিনয়ের কথা ছিল, 'গানের ওপারে'র প্রদীপ্ত হওয়ার সুযোগ করে দেন ঋতুদা"Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  8. "Gaurav wows as youngest ever Byomkesh"The Times of India। ২০১৪-১১-২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩ 
  9. "Rang Milanti: 'রং মিলান্তি' টিমের 'রিইউনিয়ন'! নস্ট্যালজিয়ায় ডুব পাঁচ বন্ধুর"Hindustantimes Bangla। ২০২২-০২-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৫ 
  10. "ক্লিন সেভড থেকে গাল ভর্তি দাড়িতে গৌরব! আচমকা ভোল বদলের কারণ কী জানেন?"Hindustantimes Bangla। ২০২১-০৭-২৪। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৫ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!