গৌরব চক্রবর্তী (জন্ম ৬ মার্চ ১৯৮৭) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।[১] ২০১০ সালের ২৮ জুন থেকে ২০১১ সালের ১লা এপ্রিল স্টার জলসায় প্রচারিত বাংলা মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারেতে প্রদীপ্ত লাহিড়ীর চরিত্রে অভিনয় করার জন্য এবং বিশেষত বাংলা ক্লাসিক গোয়েন্দা টিভি সিরিজ ব্যোমকেশে (২০১৪-২০১৫) তিনি আইকনিক বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন। তিনি এমন এক পরিবারের সন্তান যারা বাঙালি সাংস্কৃতিক অঙ্গনের সাথে বংশ ক্রমে জড়িত, তিনি জোছন দস্তিদার এবং চন্দ্রা দস্তিদার (তাঁর পিতামহ বড় জেঠু এবং জেঠিমা), বিজন ভট্টাচার্য (তাঁর পিতামহ বড় জেঠু), জগদীশ চন্দ্র চক্রবর্তী এবং মনিকা চক্রবর্তী (তাঁর ঠাকুরদা এবং ঠাকুমা) এবং তাঁর বাবা সব্যসাচী চক্রবর্তী এবং মা মিঠু চক্রবর্তী। তিনি ২০১১ সালের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র কৌশিক গঙ্গোপাধ্যায়ের রং মিলান্তিতে আত্মপ্রকাশ করেছিলেন।
শিক্ষা
গৌরব তার শিক্ষাজীবন শুরু করেন অ্যাসেম্বলি অফ গড চাৰ্চ স্কুল, পার্ক স্ট্রিট এ ভর্তির মাধ্যমে। তিনি সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা থেকে মাস কমিউনিকেশন ও ভিডিওগ্ৰাফি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান, পুণে থেকে ভিডিও এডিটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[২][৩]
প্রাথমিক জীবন
গৌরব অল্প বয়স থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত। 'চাৰ্বাক' নামক একটি গ্ৰুপে তিনি অডিও টেকনিশিয়ান হিসেবে রং, দুধ খেয়েছে ম্যাও ও চলো পটল তুলি এই তিনটি নাটকে ব্যাকস্টেজের কাজ করেছেন। এছাড়াও তিনি অপ্সরা থিয়েটারের মামলা নাটকে 'তপসের' চরিত্রে অভিনয় করেছেন। তিনি কলেজে পড়াকালীন এইচআইভি/এইডস সম্পর্কিত আইসোলেশন নামক তথ্যচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবন
গৌরব ১৯৮৭ সালের ৬ই মার্চ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন।[৪] তার বেড়ে ওঠা কলকাতায়। তার ভাই হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। দীর্ঘদিন যাবৎ তার অভিনেত্রী রিধিমা ঘোষ এর সাথে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল। তাদের প্রথম আলাপ হয় রং মিলান্তি ছবির স্ক্রিপ্ট রিডিংয়ে ৫ই সেপ্টেম্বর ২০১০ সালে।[৫] তিনি ২৮ নভেম্বর ২০১৭ সালে রিধিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম ধীর।[৬]
কর্মজীবন
গৌরব ২০১০ সালে স্টার জলসার মিউজিক্যাল টিভি সিরিজ গানের ওপারের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। সেখানে তিনি প্রদীপ্ত লাহিড়ীর ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন।[৭] তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়র রং মিলান্তি চলচ্চিত্রে অভিনয় করেন। যেটি ২০১১ সালে বাণিজ্যিকভাবে সফল ও সমালোচক দ্বারা প্রশংসিত হয়। ২০১৪ সালে তিনি কালার্স বাংলার ক্লাসিক গোয়েন্দা টিভি সিরিজ ব্যোমকেশে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসেন। সেখানে তিনি আইকনিক বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।[৮] এছাড়া তিনি ১৯৯৫ সালে জি বাংলার একুশে পা টেলিফিল্মে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন।
চলচ্চিত্রসমূহ
তথ্যসূত্র
বহিঃসংযোগ