গৌড়ীয় মাধব মঠ বা শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠ হল বাংলাদেশের পুরনো ঢাকার নারিন্দায় অবস্থিত একটি মঠ৷[১] এটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মঠ।
ইতিহাস
১৯২১ সালে এই মঠের প্রতিষ্ঠা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর করেন৷[২] শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠের সর্বশেষ সভাপতি ছিলেন শ্রী গিরিধারী লাল মোদী।[৩]
চিত্রশালা
মন্দির
মঠের মধ্যে রয়েছে একটি কৃষ্ণ মন্দির, নাটমণ্ডপ ও যাত্রীনিবাস ৷ কৃষ্ণমন্দিরটি শ্বেতপাথর দিয়ে তৈরি । মঠের নাটমণ্ডপটি খুব সুন্দর।এছাড়া এখানে ভক্তি বিলাস তীর্থ ভবন রয়েছে।