পের গুস্তাব এডভার্ড ফ্রীদোলিন (জন্ম ১০ মে ১৯৮৩) হলেন একজন সুয়েডীয় রাজনীতিবিদ। ২০১৪ সালের অক্টোবরের ৩ তারিখ থেকে তিনি সুইডেনের শিক্ষামন্ত্রী।[১]
জীবনী
ফ্রীদোলিন জন্মগ্রহণ করেছিলেন ভিত্তোসোজো, হাসলেহোম পৌরসভা, স্ক্যানে বিভাগ, সুইডেন। তিনি ১৯৯৯ সালে গ্রীন পার্টি নামক সুইডেনের রাজনীতি দলে যোগ দেয়। তিনি ১৯৯৯ থেকে ২০০৩ সালের ভিতরে সুইডেনের গ্রীন পার্টীর যুব বক্তা ছিলেন।[২] তিনি ২০০২ সাল থেকে ২০০৬ সাল স্টকহলোহম পৌরসভার সুইডেনের পার্লামেন্টের সদস্য ছিলেন।তিনি ১৯ বছর বয়সে সুইডেনের নেতা হন। ২০১০ সাল পর্যন্ত তিনি সুইডেনের সবচেয়ে যুব নেতা ছিলেন।কিন্তু অ্যাবেন অ্যালেন ২০১০ সালে রেকর্ডটি ভেঙ্গে দেয়।[৩]