গুলিস্তান, এছাড়াও বানান করা হয়ে থাকে গোলেস্তান (পশতু/ফার্সি: گلستان), আফগানিস্তানের ফারাহ প্রদেশে একটি জেলা। ২০০৪ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৫৩,৭৮০ জন এর মত, যার মধ্যে থেকে প্রায় ৮০% পশতুন সম্প্রদায়ের এবং বাকী ২০% তাজিক সম্প্রদায়ের লোক রয়েছে।[১] জেলাটিতে মোট ১০৯টির মত গ্রাম রয়েছে।[২] প্রধান গ্রামটিকে গুলিস্তান গ্রাম নামেও পরিচিত, যেটি জেলার পাহাড়ী অঞ্চলে প্রায় ১৪৩৪ মিটার উচ্চতায় অবস্থিত। জেলাটির মাধ্যমে চলাচলের জন্য প্রধান রাস্তা হচ্ছে রুট ৫২২।
তথ্যসূত্র
↑"UNHCR District Profile"(পিডিএফ)। Afghanistan Information Management Service। অক্টোবর ২০০৪। ২০০৫-১০-২৭ তারিখে মূল(PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৬-০৬।