গুইয়ান ফুটবল লিগ (ফরাসি: Ligue de Football de la Guyane, ইংরেজি: Guyane Football League; এছাড়াও সংক্ষেপে জিএফএল নামে পরিচিত) হচ্ছে ফরাসি গায়ানারফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫১ বছর পর ২০১৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ফরাসি গায়ানার স্তাদ দে বাদুয়েলে অবস্থিত।