গীতা সিদ্ধার্থ |
---|
|
জন্ম | (১৯৫০-০৮-০৭)৭ আগস্ট ১৯৫০ |
---|
মৃত্যু | ১৪ ডিসেম্বর ২০১৯(2019-12-14) (বয়স ৬৯) |
---|
পেশা | |
---|
কর্মজীবন | ১৯৭২–২০১৯ |
---|
দাম্পত্য সঙ্গী | সিদ্ধার্থ কাক |
---|
সন্তান | অন্তরা কাক |
---|
গীতা সিদ্ধার্থ (৭ আগস্ট ১৯৫০ - ১৪ ডিসেম্বর ২০১৯) ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং সমাজকর্মী। তিনি এম. এস. সত্যু পরিচালিত গরম হাওয়া (১৯৭৩) চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। তিনি পরিচয় (১৯৭২), গমন (১৯৭৮), দেশপ্রেমী (১৯৮২), অর্থ (১৯৮২), ডিস্কো ড্যান্সার (১৯৮২) সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১]
ব্যক্তিগত জীবন
তিনি তথ্যচিত্র নির্মাতা, টেলিভিশন প্রযোজক এবং উপস্থাপক সিদ্ধার্থ কাককে বিয়ে করেন। সিদ্ধার্থ কাক ১৯৯০-এর দশকে তার প্রযোজিত সাংস্কৃতিক ম্যাগাজিন অনুষ্ঠান সুরভী'র জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। তাদের মেয়ে অন্তরা কাকও একজন তথ্যচিত্র নির্মাতা।[২]
মৃত্যু
গীতা সিদ্ধার্থ ২০১৯ সালের ১৪ ডিসেম্বর মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।[৩]
অভিনীত চলচ্চিত্র
- পরিচয় (১৯৭২)
- গরম হাওয়া (১৯৭৩)
- শোলে (১৯৭৫)
- দুসরা আদমি (১৯৭৭)
- গমন (১৯৭৮)
- ত্রিশূল (১৯৭৮)
- নূরী (১৯৭৯)
- সদগতি (১৯৮১)
- লড়াকু (১৯৮১)
- শৌকিন (১৯৮২)
- সুরাগ (১৯৮২)
- দেশপ্রেমী (১৯৮২)
- অর্থ (১৯৮২)
- ডিস্কো ড্যান্সার (১৯৮২)
- মন্ডি (১৯৮৩)
- নিশান (১৯৮৩)
- কসম পয়দা করনে ওয়ালে কি (১৯৮৪)
- জবরদস্ত (১৯৮৫)
- রাম তেরি গঙ্গা মইলি (১৯৮৫)
- আলাগ আলাগ (১৯৮৫)
- ইলজাম (১৯৮৬)
- এক চাদর মৈলি সি (১৯৮৬)
- এক ঔর সিকন্দর (১৯৮৬)
- নজরানা (১৯৮৭)
- ড্যান্স ড্যান্স (১৯৮৭)
- পাপ কি দুনিয়া (১৯৮৮)
- পাপ কো জালা কার রাখ কার দুঙ্গা (১৯৮৮)
- ফরজ কি জং (১৯৮৯)
- ইনসাফ আপনে লহু সে (১৯৯৪)
তথ্যসূত্র
বহিঃসংযোগ