গান্ধীগ্রাম (ইংরেজি: Gandhigram) ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার একটি শহর।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে গান্ধীগ্রাম শহরের জনসংখ্যা হল ১৪,৫৭২ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৪.৪% এবং নারী ৪৫.৬%।
এখানে সাক্ষরতার হার ৯১.৭৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯৪.৮৮% এবং নারীদের মধ্যে এই হার ৮৮.০৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%; তার চাইতে গান্ধীগ্রাম এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১০.৮১% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
- ↑ "ভারতের ২০১১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ অক্টোবর ৯,২০১৫।