খিলগাঁও মডেল কলেজ

খিলগাঁও মডেল কলেজ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৭০
ইআইআইএন১০৮৩৮৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষWaiting for update []
ঠিকানা
খিলগাঁও মডেল টাউন, খিলগাঁও চৌরাস্তা
, ,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামখি.ম.বি.ক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটkhilgaonmodelcollege.edu.bd
মানচিত্র

খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও ঢাকা বাংলাদেশের একটি বেসরকারি কলেজ । এই কলেজটি "খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ" নামে পরিচিত। আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। এছাড়া কলেজটিতে সক্রিয় রাজনৈতিক সংগঠন রয়েছে। []

১৯৭০ সালে খিলগাঁও এলাকার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গের নিরলস পরিশ্রমে খিলগাঁও মডেল কলেজটি প্রতিষ্ঠিত হয়। স্বল্প সময়েই কলেজটি উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) এবং ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ৬টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়ে ক্রমান্বয়ে একটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়েছে।

ইতিহাস

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি এলাকার শিক্ষান্নোয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এলাকাবাসীর যত্নশীলতা এবং কলেজের উন্নয়নে তাদের আন্তরিক প্রচেষ্টা খুবই উৎসাহব্যঞ্জক। অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সুধীজনের সমর্থন ও পরামর্শ কলেজটিকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করছে। []

প্রতিষ্ঠা

কলেজে নিয়মিত সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় পাঠ পরিকল্পনার মাধ্যমে যথাসময়ে সমাপ্ত করা এবং পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মেধা মূল্যায়ন করা হয়, যার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত হয়ে কলেজটির সুনাম প্রতিষ্ঠিত হয়। কলেজের সুন্দর, সুষ্ঠ এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য গভর্নিং বডির মাননীয় সভাপতি, সদস্যবৃন্দ, স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ, শিক্ষকগণ, কর্মচারীবৃন্দ এবং কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ সদা সচেষ্ট। খিলগাঁও চৌরাস্তা সংলগ্ন প্রায় ৭ বিঘা জমির উপর নিরিবিলি ও অত্যন্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।

অনুষদ ও বিভাগসমূহ

বিজ্ঞান অনুষদ

  • প্রাণীবিদ্যা

কলা অনুষদ

  • ইংরেজি
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

সামাজিক বিজ্ঞান অনুষদ

  • সমাজকর্ম
  • রাষ্ট্রবিজ্ঞান

ব্যাবসায় প্রশাসন অনুষদ

  • হিসাববিজ্ঞান
  • ব্যবস্থাপনা
  • মার্কেটিং
  • বিবিএ (প্রফেশনাল)
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং

ভর্তির যোগ্যতা

উচ্চ মাধ্যমিক এ ভর্তির আবেদনের ক্ষেত্রে এস.এস.সি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। অনার্সে ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী এস.এস.সিতে ৩.৫০ এবং এইচ.এস.সিতে ৩.০০ থাকতে হবে। মাস্টার্সের ভর্তি অনার্সের সিজিপিএ এর উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "খিলগাঁও মডেল কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  2. আবাসিকের বৈশিষ্ট্য হারাচ্ছে খিলগাঁও[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] প্রথম আলো
  3. "ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্ক"দৈনিক প্রথম আলো। ১৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  4. স্নাতক ভর্তি | কেমন কলেজ চাই ক্যম্পাস | বর্ষ ৩৭, ১৬-৩১ অক্টোবর ২০১৮

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!