খারিজা ইবনে হুজাইফা (আরবি: خارجة بن حذافة, খারিজা ইবনে হুজাইফা; মৃত্যু ২২ জানুয়ারী ৬৬১) হলো মুহাম্মাদের একজন সাহাবি ও খলিফা উমরের শাসনামলে মিশরের মুসলিম বিজয়ের একজন সেনাপতি ছিলেন। তিনি গভর্নর আমর ইবন আল-আসের অধীনে মিশরে প্রধান বিচারক এবং নিরাপত্তা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
জীবনকর্ম
খারিজা মক্কার কুরাইশ গোত্রের লোক ছিলেন। তিনি কোন গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে; বনু সাহম, বনু আদী এবং বনু আমির ইবনে লুয়াই খারিজার গোত্র হিসাবে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র