খন্দকার রকিবুল ইসলাম (জন্ম ১ জানুয়ারি ১৯৫৬; রাকিব নামে বেশি পরিচিত) হলেন একজন বাংলাদেশী সাবেক ফুটবলার। তিনি লেফট-ব্যাক হিসেবে খেলতেন।[১]
ক্লাব জীবন
১৯৭৩ সালে ঢাকা লিগে মোহামেডানের হয়ে অভিষেক ঘটে খন্দকার রকিবুল ইসলাম ওরফে রাকিবের। তিনি মোহামেডান দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দলটি ১৯৭৬ ও ১৯৭৬ সালে লীগ জিতেছিল। ১৯৭৭ সালে ২২ বছর বয়সে আগা খান গোল্ড কাপে সময় তাকে ঐ ক্লাবের অধিনায়ক করা হয়। ১৯৭৮ সালে রাকিব চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ক্রীড়া চক্রে যোগ দেন। আবাহনীতে থাকাকালীন তার দল লিগ শিরোপা জিততে ব্যর্থ হলেও ১৯৭৯ সালের আগা খান গোল্ডকাপে রাকিবের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ১৯৮১ সালে, তিনি ডিফেন্ডিং লীগ চ্যাম্পিয়ন দল বিজেএমসিতে যোগ দেন, তবে ১৯৮৩ সালে বিজেএমসির অবনমন হলে তিনি দলটিতে বেশি সময় থাকেন নি ও রহমতগঞ্জ এমএফএসে চলে আসেন। অবশ্য তিনি ১৯৯০ সালে বিজেএমসির হয়ে খেলে অবসর গ্রহণ করেন।[২][১]
অবসরের পর
অবসর নেওয়ার পর, রকিবুল ইসলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হয়ে কাজ করেছেন। ২০২১ সালে, তিনি বাফুফে এলিট ফুটবল একাডেমির একটি প্রতিভা অন্বেষণ কর্মসূচি কাজ করেন। [৩]
পুরস্কার
২০১৬ সালে, খন্দকার রকিবুল ইসলাম বাংলাদেশী ফুটবলে তার দশকব্যাপী অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পান।[৪]
অনার্স
মোহামেডান এসসি
পুরস্কার এবং প্রশংসা
- ২০১৬ - জাতীয় ক্রীড়া পুরস্কার।
তথ্যসূত্র