খন্দকার আনোয়ারুল হক |
---|
|
|
কাজের মেয়াদ ৩ মার্চ ১৯৮৮ – ১৯৯১ |
|
|
জন্ম | মধুপুর, টাঙ্গাইল |
---|
পেশা | ব্যবসা, রাজনীতিবিদ |
---|
খন্দকার আনোয়ারুল হক একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
প্রারম্ভিক জীবন
টাংগাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক ১২ নভেম্বর ১৯৫৬ খ্রিষ্টাব্দে মধুপুর উপজেলা পৌর এলাকার ঐতিহ্যবাহী জটাবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা খন্দকার আজিজুর রহমান, বৃটিশ শাসন আমলে শিক্ষকতা হিসাবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে সরকারী কর্মকর্তা হিসাবে ১৯৮২ সালে অবসর গ্রহণ করেন। মাতা খাদিজা বেগম। দাদা মরহুম খন্দকার মোয়াজ্জেম হোসেন;ছিলেন মধুপুর উপজেলার একজন কৃতি শিক্ষক। খন্দকার আনোয়ারুল হক নিজ এলাকাতেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভের পর ১৯৭৩-৭৪ সালে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করেন।পরবর্তীতে ১৯৮০ সালে তিনি অনার্স এবং ১৯৮১ সালে অর্থনীতিতে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে।
রাজনৈতিক জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আনোয়ারুল হক ছাত্র রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য ছিলেন। আনোয়ারুল হক ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি জয় লাভ করেন।[১] সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।[২] বেশ কিছু দিন জাতীয় পার্টির সাথে থাকার পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং বর্তমানে তিনি বিএনপির মধুপুর উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩]
তথ্যসূত্র