ক্লডিয়া গেইরিঞ্জার

ক্লডিয়া গেইরিঞ্জার
জন্ম১৯৬৮
নাগরিকত্বনিউজিল্যান্ড
পিতা-মাতা
আত্মীয়ফেলিক্স গেইরিঞ্জার (ভাই)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রআইন
প্রতিষ্ঠানসমূহওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttps://people.wgtn.ac.nz/Claudia.Geiringer

ক্লডিয়া গেইরিঞ্জার (জন্ম ১৯৬৮) হলেন নিউজিল্যান্ডের একজন আইনের অধ্যাপক। ২০২২ সালে তিনি রয়্যাল সোসাইটি টে অপরাঙ্গীর একজন ফেলো নির্বাচিত হন।

শিক্ষা জীবন

ক্লডিয়া গেইরিঞ্জার ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে এলএলবি, ওটাগো বিশ্ববিদ্যালয়ে বিএ (অনার্স) এবং নিউইয়র্ক সিটির কলম্বিয়া ল স্কুলে এলএলএম ডিগ্রি করেছেন। তিনি ফুলব্রাইট স্কলার, এথেল বেঞ্জামিন স্কলার এবং জেমস কেন্ট স্কলারের প্রাপক ছিলেন।[] ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি ক্রাউন ল অফিসে বিল অফ রাইটস দলে ক্রাউন কাউন্সেল হিসাবে কাজ করেছেন।[] তিনি ২০১৩ রাউণ্ডে মার্সডেন তহবিল পেয়েছেন।[]

২০২২ সালে ক্লডিয়া গেইরিঞ্জার রয়্যাল সোসাইটি টে অপরাঙ্গীর একজন ফেলো নির্বাচিত হন। সোসাইটি বলেছে "গেইরিঞ্জারের বহু-পুরস্কার-বিজয়ী বৃত্তি তার কঠোরতা, তার কমনীয়তা এবং তার উচ্চ প্রভাবের জন্য অন্যকে ছাড়িয়ে গেছে। তিনিই একমাত্র পণ্ডিত যিনি তিনবার সেরা প্রকাশিত আইন নিবন্ধের জন্য ইয়ান বার্কার পুরস্কার পেয়েছেন। নিউজিল্যান্ডের এবং বিদেশের বিচারকেরা তাঁর কাজের ওপর নিয়মিতভাবে নির্ভর করেন, গুরুত্বপূর্ণ গণ আইন মতবাদের বিকাশে। উপরন্তু, তাঁর বৃত্তি উল্লেখযোগ্য পরিবর্তনকে ত্বরান্বিত করেছে, যেমন জরুরী ব্যবহার নিয়ন্ত্রণকারী সংসদীয় নিয়মের প্রতি এবং মানবিক ক্ষেত্রে নিউজিল্যান্ডের নাগরিকত্ব প্রদান সংক্রান্ত সরকারি নীতির প্রতি। নিউজিল্যান্ডের সংবিধানের পাশাপাশি অ্যাংলো-কমনওয়েলথের মানবাধিকারের সাংবিধানিক সুরক্ষার বিষয়ে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।[]

নির্বাচিত কাজ

  • সিইং দ্য ওয়ার্ল্ড হোল: এসেজ ইন অনার অফ স্যার কেনেথ কিথ (সম্পাদনা ডিন রবার্ট নাইটের সাথে, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি প্রেস, ২০০৮)
  • হোয়াট ইজ দ্য হারি?: আর্জেন্সি ইন নিউজিল্যান্ড লেজিসলেটিভ প্রসেস ১৯৮৭ - ২০১০ (এলিজাবেথ ম্যাকলি এবং পলি হিগবির সাথে, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি প্রেস, ২০১১)
  • দ্য ডেড হ্যাণ্ডস অফ বিল অফ রাইটস?: ইজ দ্য নিউজিল্যান্ড বিল অফ রাইটস অ্যাক্ট ১৯৯০ এ সাবস্ট্যান্টিভ লিগাল কনস্ট্রেইন্ট অনপার্লামেন্ট'স পাওয়ার টু লেজিসলেট? ওটাগো আইন পর্যালোচনা, ২০০৫
  • অন এ রোড টু নোহোয়ার : ইমপ্লায়েড ডিক্লারেশন অফ ইনকন্সিস্টেনসি অ্যাণ্ড দ্য নিউজিল্যান্ড বিল অফ রাইটস অ্যাক্ট, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন ল রিভিউ, ২০০৯
  • হিস্টরিক্যাল ব্যাকগ্রাউণ্ড টু দ্য মুরিহোয়েনুয়া ল্যাণ্ড ক্লেম, ১৮৬৫ - ১৯৫০, ওয়েটাঙ্গি ট্রাইব্যুনালের জন্য রিপোর্ট, ১৯৬২

তথ্যসূত্র

  1. "Claudia Geiringer - Faculty of Law - Victoria University of Wellington"। Victoria.ac.nz। ২৬ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  2. "Legal Research « 2013 Highlights « Awarded Grants « Marsden Fund « Funds « Funds, Medals & Competitions « Royal Society of New Zealand"। Royalsociety.org.nz। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  3. "Researchers and scholars at the top of their fields elected as Fellows"Royal Society Te Apārangi। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!