ক্রিস জেরিকো ২০১৫ সালে জেরিকো
জন্ম নাম ক্রিস্টোফার কেইথ আরভিন জন্ম (1970-11-09 ) নভেম্বর ৯, ১৯৭০ (বয়স ৫৪) মানহাসেস্ট, নিউ ইয়র্ক , যুক্তরাষ্ট্রবাসস্থান ওডেস্সা, ফ্লোরিডা , যুক্তরাষ্ট্র[ ১] দাম্পত্য সঙ্গী জেসিকা লকহার্ট (বি. ২০০০ ) সন্তান ৩ ওয়েবসাইট chrisjericho .com রিংয়ে নাম ক্রিস জেরিকো [ ২] কোরাজন ডে লিওন[ ৩] লায়নহার্ট[ ৩] লিওন ডে অরো[ ৩] লায়ন ডো[ ৩] সুপার লিগারকথিত উচ্চতা ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)[ ২] কথিত ওজন ২২৭ পা (১০৩ কেজি)[ ২] কথিত প্রশিক্ষণকেন্দ্র কেলাগরি, আলবের্টা , কানাডাকেসপার, ওমিং মানহাসেস্ট, নিউ ইয়র্কউইন্নি পেগ, মানিতোবা , কানাডাপ্রশিক্ষক এড ল্যাংলি অভিষেক অক্টোবর ২, ১৯৯০
ক্রিস্টোফার কেইথ আরভিন জন্ম (১৯৭০ নভেম্বর ১১) তারিখ। আমেরিকান পেশাদার কুস্তিগির। যিনি তার রিং নেম ক্রিস জেরিকো নামে পরিচিত। ১৯৯৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত ডাব্লিউডাব্লিউই তে রেসলিং করার জন্য তিনি অধিক পরিচিত। পেশাদার কুস্তি ছাড়াও তিনি গায়ক, অভিনেতা, উপস্থাপক, লেখক। বর্তমানে তিনি এইডাব্লিউর সাথে চুক্তিবদ্ধ আছেন। তাকে সর্বকালের অন্যতম সেরা পেশাদার কুস্তিগিরদের একজন হিসেবে বিবেচনা করা হয়।[ ৪]
পেশাদারি কুস্তি জীবনে তিনি অনেকবার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চারবার ডাব্লিউসিডাব্লিউ ক্রুসারওয়েট চ্যাম্পিয়নশিপ একবার ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড টেলিভিশন চ্যাম্পিয়নশিপ একবার আনডিসপুটেড ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়নশিপ তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ দুইবার ডাব্লিউসিডাব্লিউ/ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একবার ডাব্লিউডাব্লিউই হার্ডকোর চ্যাম্পিয়নশীপ একবার ডাব্লিউডাব্লিউএফ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুইবার ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ নয়বার ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ দুইবার ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ পাচঁবার ডাব্লিউডাব্লিউএফ/ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়াও তিনি চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন (আসল ফরম্যাটে) [ ৫] সপ্তম গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন (আধুনিক ফরম্যাটে [ ৫] এবং তিনবার স্ল্যামি অ্যাওয়ার্ড বিজয়ী।
প্রাথমিক জীবন
ক্রিস্টোফার কেইথ আরভিন নভেম্বর ৯, ১৯৭০ সালে জন্মগ্রহণ করে।[ ৬] সে মানহাসেস্ট, নিউ ইয়র্কে জন্ম নেয় কিন্তু উইন্নি পেগ এ বেড়ে উঠে। তার বাবা টেড আরভিন একজন আইস হকি খেলোয়াড়। আরভিনের জন্মের সময় তার বাবা নিউ ইয়র্ক রেঞ্জার্স এর হয়ে খেলতো। যখন তার বাবা অবসরে যায় তখন তার পরিবার উইন্নিপেগে চলে আসে।[ ৭] আরভিন তার বাবার দিক থেকে একজন স্কটিশ ।[ ৭]
তার পেশাদার কুস্তির প্রতি আগ্রহ জন্মে যখন সে তার পরিবারের সাথে আমেরিকান রেসলিং অ্যাসোসিয়েশন এর রেসলিং দেখতো। তার পেশাদার কুস্তিগির হওয়ার ইচ্ছা জন্মায় যখন সে ওয়েন হার্ট (তখন স্টেমপেড রেসলিং এ রেসলিং করতো) এর বিভিন্ন হাই ফ্লাইং মুভ দেখতো। হার্ট
ছাড়াও রিকি স্টিমবোট এবং শন মাইকেলস কে তার কুস্তি করার অনুপ্রেরণা হিসেবে দেখতো।[ ৮]
তথ্যসূত্র
↑ http://virtualglobetrotting.com/map/chris-jerichos-house-1/view/google/
↑ ক খ গ উদ্ধৃতি ত্রুটি: <ref>
ট্যাগ বৈধ নয়; wwebio
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑ ক খ গ ঘ "Cagematch profile" ।
↑ Campbell, Brian (ডিসেম্বর ১৩, ২০১৭)। "Triple H reacts to Chris Jericho's decision to wrestle Kenny Omega in NJPW match" । CBS Sports । সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৮ ।
↑ ক খ "Nikki Sixx and Courtney Bingham at the Premiere of "God Bless Ozzy Osbourne (Chris Jericho)" । জুন ২৬, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০১৫ ।
↑ John, Milner; Richarad Kamen। "Chris Jericho bio" । SLAM Wrestling । Canadian Online Explorer । ২০১৩-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-২১ ।
↑ ক খ Callis, Don (জুলাই ৪, ২০০৪)। "Jericho just one of the guys, yet hard to forget" । Winnipeg Sun । জুন ২৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৪ ।
↑ Jericho, Chris; Fornatale, Peter Thomas (২০০৭)। A Lion's Tale: Around the World in Spandex । Grand Central Publishing।
বহিঃসংযোগ
এই তালিকা ২১শে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত সঠিক
এই তালিকা ২২শে ডিসেম্বর ২০২০ পর্যন্ত সঠিক
এই তালিকা ২০শে ডিসেম্বর ২০২০ পর্যন্ত সঠিক