ক্যাথরিন ব্রেস (জন্ম ১৭ নভেম্বর ১৯৯৭) হলেন একজন স্কটিশ ক্রিকেটার।[১] তিনি স্কটল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে প্রথম খেলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতায়।[২] ২০১৮ এর এপ্রিলে আবি আইতকেন এর পরিবর্তে তাকে দলের নতুন অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়।[৩]
২০১৮ সালের জুনে ২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য স্কটল্যান্ড দলের অধিনায়ক ঘোষণা করা হয়।[৪] সে ৭ জুলাই ২০১৮ তারিখে স্কটল্যান্ডের হয়ে উগান্ডার বিপরীতে বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব খেলার সময় মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় অভিষেক করে।[৫] ২০১৮ এর জুলাইয়ে তাকে আইসিসি মহিলা গ্লোবাল ডেভেলপম্যান্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়।[৬]
২০১৯ এর মে মাসে স্পেনে অনুষ্ঠিত ২০১৯ আইসিসি মহিলা বাছাইপর্ব ইউরোপ প্রতিযোগিতার জন্য স্কটল্যান্ড দলের অধিনায়ক হিসাবে মনোনীত হয়।[৭] ২০১৯ এর আগস্ট-এ ২০১৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতা খেলার জন্য স্কটল্যান্ড দলের অধিনায়ক নির্বাচিত হন।[৮] পাঁচ ম্যাচে ১৬৮ রান নিয়ে সে ছিল উক্ত প্রতিযোগিতার সেরা রান সংগ্রহকারী।[৯]
তথ্যসূত্র
বহিঃসংযোগ