ক্বিবলা (আরবি: قِبْلَة, প্রতিবর্ণীকৃত: ক্বিবলাহ্, অনুবাদ 'দিক') হলো মক্কারপবিত্র মসজিদে অবস্থিত কাবার দিকে অভিমুখ, যা মুসলমানরা বিভিন্ন ধর্মীয় প্রসঙ্গে ব্যবহার করে, বিশেষত নামাজ আদায় করার দিক হিসেবে। অধিকাংশ মসজিদে মিহরাবের মাধ্যমে কাবাঘরের দিক নির্দেশ করা হয়। কিবলা কম্পাসের সাহায্যেও কিবলা নির্ধারণ করা হয়।
সৌদি আরবেরহেজাজ অঞ্চলেমক্কার পবিত্র মসজিদ মসজিদ আল হারাম এর কেন্দ্রে একটি ঘনক্ষেত্রের মতো ভবন রয়েছে, যা ক্বিবলার দিকনির্দেশ করে। এটি কাবা নামে পরিচিত। কিবলা হিসাবে এর ভূমিকা ছাড়াও এটি মুসলমানদের পবিত্রতম স্থান,[১] এটি আল্লাহর ঘর (বায়তুল্লাহ) নামেও পরিচিত এবং যেখানে হজ ও ওমরাহ পালনকারীরা তাওয়াফ (প্রদক্ষিণ অনুষ্ঠান) করে। কাবার একটি প্রায় আয়তক্ষেত্রাকার ভূমি পরিকল্পনা রয়েছে যার চারটি কোণ চারটি মূল দিক নির্দেশ করে।[২]কুরআনের বর্ণনা অনুসারে, এটি ইব্রাহিম ও ইসমাইল নির্মাণ করেছিলেন, উভয়ই ইসলামের নবী ছিলেন।[৩] ইসলামের উত্থানের পূর্বে কয়েকটি ঐতিহাসিক নথি কাবার ইতিহাসের বিবরণ দেয়, তবে মুহাম্মদের পূর্ববর্তী বহু যুগের মধ্যেই কাবা প্রাক-ইসলামী আরব পৌত্তলিক ধর্মের তীর্থস্থান হিসাবে ব্যবহৃত হত।[৪]
কিবলা পরিবর্তন
মুসলমানরা প্রথমে বায়তুল মুকাদ্দাস এর দিকেই মুখ করে সালাত আদায় করতেন। মুহাম্মদ(স.), জিবরীল (আঃ) কে বলেছিলেন- আমার আশা, আল্লাহ তা‘আলা যেন আমার চেহারা ইহুদীদের কিবলা হতে ফিরিয়ে দেন।[৫] আল্লাহ নিম্নোক্ত আয়াত নাযিল করে তাঁর আশা পূরণ করেন-
‘‘নিশ্চয়ই আমি তোমাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি তোমাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দেব, যাকে তুমি পছন্দ কর। এখন তুমি মসজিদুল হারামের দিকে মুখ কর এবং তোমরা যেখানেই থাক, সেদিকেই মুখ কর।’’