Test barrel length: ৭.৫ ইঞ্চি (১৯০ মিমি) Source: Accurate Powder
কোল্ট .৪৫ (ইংরেজি: .45 Colt) [১১.৪৮x৩৫আর] কার্তুজ ১৮৭২ সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি জন্য তৈর করা হয়। আমেরিকান নাগরিক সামুএল কোল্ট এটি তৈরি করেন। পরে তার নাম অনুসারে কোল্ট .৪৫ এর নাম রাখা হয় কোল্ট রিভালবার। সরকারি ভাবে উনিশ বছর (১৮৭৩ সাল থেকে ১৮৯২ সাল পর্যন্ত) মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হাতে বহনযোগ্য অস্ত্র হিসাবে এটি ব্যবহার করে।[১]
ইতিহাস
১৮৩৬ সালে কোল্ট ঘুর্ণয়মান সিলিন্ডার ভিত্তিক একটি রিভালবার উদ্ভাবন করেন যাতে ৫/৬ টি গুলি ভরা যেত। ১৮৪২ সালে তিনি বাণিজ্যিক ভাবে প্যাটেন্ট আর্মস ম্যানুফাকচার কো. নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এখান থেকে তিনি আমেরিকান সরকারকে অস্ত্র সরবরাহ করতেন। ১৯১১ সালে আমেরিকান আর্মির অনুরোধে জন ব্রাউনিং এর ডিজাইনে কোল্ট .৪৫ তৈরি করা হয়। আমেরিকান আর্মির সকল পরীক্ষায় অস্ত্রটি উত্তীর্ণ হয়। তখন থেকে এটি আমেরিকান আর্মির মূল অস্ত্রে পরিণত হয়। এর পরিবর্তিত নাম হয় কোল্ট এম ১৯১১ বা এম ১৯১১এ১। এরপর থেকে এটি পুলিশ, আর্মি, স্পেশাল ফোর্স এবং বেসামরিক ব্যক্তিদের মধ্যে ব্যাপক ব্যবহৃত হতে থাকে। শুধু তাই না কোরিয়ান, ভিয়েতনাম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি ব্যবহৃত হয়।[২]