কোলন/বন বিমানবন্দর (জার্মান: Köln/Bonn Flughafen) জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের কোলন বন বিমানবন্দরের একটি রেলওয়ে স্টেশন। এটি কোলন–ফ্রাঙ্কফুর্ট উচ্চ-গতির রেলপথের অংশ হিসাবে নির্মিত হয় এবং এটি ২০০৪ সালের জুন মাসে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর লুপের অংশ হিসাবে চালু হয়। স্টেশনটি থেকে আন্তঃনগর-এক্সপ্রেস (আইসিই), রাইন-রূঢ় এস-বান ও আঞ্চলিক পরিষেবাসমূহ পরিবেশিত হয়।[৫]
কোলন বন বিমানবন্দরটি ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ও ডুসেলডর্ফ বিমানবন্দরের পরে আইসিই নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনকারী তৃতীয় জার্মান বিমানবন্দর।
আনুমানিক ৪২০ মিটার দীর্ঘ ও ৪০ মিটার প্রশস্ত ভূগর্ভস্থ স্টেশনটি ডয়চে বান দ্বারা তৃতীয় শ্রেণির স্টেশন হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়।[৩] চারটি প্ল্যাটফর্ম ট্র্যাক ভূমি-পৃষ্ঠের ১৮ মিটার নিচে অবস্থিত।[৬]
স্টেশনটির নির্মাণ প্রকল্পের ব্যয় ২০০২ সালে €৮.৩ মিলিয়ন ডলারে পৌঁছায়।[৭] এটি যুক্তরাষ্ট্রীয় সরকার, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য ও কোলন বন বিমানবন্দর দ্বারা অর্থায়িত হয়। ফেডারেল সরকার বিমানবন্দরটির লুপ ও স্টেশনটির নির্মাণ ব্যয়ে প্রায় ২৫৫ মিলিয়ন ইউরো অবদান রাখে।[৮]
তথ্যসূত্র
বহিঃসংযোগ