কোরোলেভ (মঙ্গল গ্রহের গর্ত)

কোরোলেভ গর্ত
মঙ্গল এক্সপ্রেস থেকে ছবি এবং ডিজিটাল ভূখণ্ডের তথ্য ব্যবহার করে তৈরি করা কোরোলেভ ক্রেটারের দৃশ্য।
গ্রহমঙ্গল
Coordinates৭২°৪৬′ উত্তর ১৬৪°৩৫′ পূর্ব / ৭২.৭৭° উত্তর ১৬৪.৫৮° পূর্ব / 72.77; 164.58[]
ব্যাস৮১.৪ কিলোমিটার (৫০.৬ মা)[]
পরিচয়জ্ঞাপকসের্গেই কোরোলেভ (১৯০৭-১৯৬৬), সোভিয়েত রকেট প্রকৌশলী ও ডিজাইনার

কোরোলেভ মঙ্গল গ্রহের মারে বোরাম চতুর্ভুজের একটি বরফ ভর্তি গর্ত, যা ৭৩° উত্তর অক্ষাংশ এবং ১৬৫° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

এটির ব্যাস প্রায় ৮১.৪ কিলোমিটার (৫০.৬ মা) এবং এটি প্রায় ২,২০০ ঘনকিলোমিটার (৫৩০ মা) পানির বরফ ধারণ করতে পারে, এটিকে উত্তর কানাডার গ্রেট বিয়ার লেকের সাথে তুলনা করা হয়।[] ১৯৫০ ও ১৯৬০-এর দশকে মহাকাশ প্রতিযোগিতা চলাকালে সোভিয়েত প্রধান রকেট ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার সের্গেই করোল্লেভ (১৯০৭–১৯৬৬) নামানুসারে এই গর্তটির নামকরণ করা হয়েছিল।

কোরোলেভ গর্তটি উত্তর মেরুর সমভূমি প্লানাম বোরামে অবস্থিত, যা অলিম্পিয়া উনাই ডুনে ক্ষেত্রের কাছে উত্তর মেরু আইস ক্যাপ কে ঘিরে রেখেছে। গর্তটির রিম পার্শ্ববর্তী সমভূমি থেকে প্রায় ২ কিলোমিটার (১.২ মা) উঁচু। গর্তটির মেঝে রিম থেকে প্রায় ২ কিলোমিটার (১.২ মা) নিচে অবস্থিত এবং এটি স্থায়ী পানির বরফের ১.৮ কিলোমিটার (১.১ মা) গভীর কেন্দ্রীয় টিলা দ্বারা আবৃত এর ব্যাস প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মা) পর্যন্ত।[]

বরফের গঠন

গর্তের বরফ স্থায়ীভাবে স্থিতিশীল কারণ গর্ত একটি প্রাকৃতিক ঠাণ্ডাকরণ ফাঁদ হিসাবে কাজ করে। গর্তের বরফের উপরে মঙ্গলের হালকা বাতাস গর্তের চারপাশের বাতাসের চেয়ে ঠান্ডা; শীতল স্থানীয় বায়ুমণ্ডলও ভারী তাই এটি বরফকে অন্তরক করে গলানো এবং বাষ্পীভবন থেকে রক্ষা করে ও একটি প্রতিরক্ষামূলক স্তর গঠন করে।[][] সাম্প্রতিক গবেষণা প্রমাণ করে যে বরফের জমাট গর্তের মধ্যেই সংগঠিত হয়েছিল এবং এটি পূর্বে কোন বড় পোলার বরফের শীটের অংশ ছিল না।[] গর্তের বরফগুলো মঙ্গল গ্রহের বিশাল পানি সম্পদের অংশ।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Gazetteer of Planetary Nomenclature | Korolev"usgs.govInternational Astronomical Union। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  2. "A winter wonderland in red and white – Korolev Crater on Mars"German Aerospace Center (DLR)। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৮ 
  3. "A winter wonderland in red and white – Korolev Crater on Mars"German Aerospace Center (DLR)। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৮ 
  4. "Mars Express beams back images of ice-filled Korolev crater"The Guardian। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০১৮ 
  5. Brothers, T. Charles; Holt, John W. (২০১৬)। "Three‐dimensional structure and origin of a 1.8 km thick ice dome within Korolev Crater, Mars": 1443–1449। ডিওআই:10.1002/2015GL066440অবাধে প্রবেশযোগ্য 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!