কোটচাঁদপু্র সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।[১] বিদ্যালয়টি ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে।[২]
ইতিহাস
কোটচাঁদপু্র সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১৮৯৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এর পূর্ব নাম ছিল কোটচাঁদপুর উচচ ইংরেজি বিদ্যালয়। বিদ্যালয়টি ১১ই এপ্রিল ১৯০১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি পায়। প্রথমে বিদ্যালয়টি অন্যত্র ছিল। ভারতবিভক্তির ঠিক আগমুহূর্তে স্কটল্যান্ড নিবাসী হ্যারল্ড ক্লাইভ ম্যাকলিঊড কোটচাঁদপুর উপজেলায় অবস্থিত তার ১১.৩৩ একর জমির উপর নির্মিত বাড়িটি ঐ উপজেলার সলেমানপুর নিবাসী ঊষা রানীর' কাছে বিক্রয় করে চলে যান। ১৯৬৫ সালে ঊষা রানী-এর বাড়িটি মোহাম্মদ আশরাফ আলী বিনিময় সূত্রে পান। পরে মোহাম্মদ আশরাফ আলী উক্ত ১১.৩৩ একর জমি সহ বাড়িটি কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জন্য দান করেন। তখন থেকে বিদ্যালয়টি বর্তমান স্থানেই আছে।[৩] বিদ্যালয়টি ২০১৮ সালে সরকারিকরণ করা হয়।
অবস্থান
কোটচাঁদপুর উপজেলা পরিষদ থেকে মাত্র ০১ কিলোমিটার দূরে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।
তথ্যসূত্র