কোকো গডসন

কোকো গডসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কোর্টনি ক্যাথরিন গডসন
জন্ম (1990-06-19) জুন ১৯, ১৯৯০ (বয়স ৩৪)
জন্ম স্থান ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)
মাঠে অবস্থান সেন্টার বাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
স্কাই ব্লু এফসি
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৫-২০০৮ ঈগল সকার ক্লাব
২০০৮-২০০৯ টেক্সাস লংহর্নস
২০১০-২০১১ ইউ সি উচ আরভাইন অন্তেঅতের্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০-২০১১ সান দিয়েগো ডব্লিউ এফ সি সীলায়নসs
২০১২-২০১৩ FC Twente ১৯ (১)
২০১৩-২০১৪ স্কাই ব্লু এফসি ৪৩ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং মার্চ ৯, ২০১৫ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

কোর্টনি ক্যাথরিন গডসন (জন্ম: ১৯ জুন, ১৯৯০) একজন আমেরিকান পেশাদার ফুটবল খেলোয়াড় (ডিফেন্ডার) যিনি বর্তমানে জাতীয় মহিলা ফুটবল লীগে স্কাই ব্লু এফসি ক্লাবের হয়ে খেলছেন।

প্রাথমিক জীবন

গুডসন ক্যালিফোর্নিয়ার রামোনায় জন্মগ্রহণ করেন। তিনি ক্যাথেড্রাল ক্যাথলিক হাই স্কুলে পড়াশোনা করেন এবং অল-সিআইএফ ফার্স্ট টিমে নাম লেখান। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিআইএফ সান দিয়েগো সেকশন এবং ওয়েস্টার্ন লীগ চ্যাম্পিয়নশিপ দলের সদস্য ছিলেন। গুডসন দুবার অল-নর্থ কাউন্টি এবং দুবার অল-ওয়েস্টার্ন লীগে অংশগ্রহণ করেন। ২০০৫ সালে তিনি ক্যালিফোর্নিয়া গেটোরেড রুকি অফ দ্য ইয়ার নির্বাচিত হন। ২০০৭ সালে তাকে ইউনিয়ন-ট্রিবিউন অল-একাডেমিক দলে তার নাম যুক্ত হয়।[]

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি আরভিন

কলেজ ক্যারিয়ারের প্রথম দুই বছর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে কাটানোর পর যেখানে তিনি টেক্সাস লংহর্নসের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন, তিনি গুডসন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আরভিনে চলে যান যেখানে তিনি ২০১০ থেকে ২০১১ পর্যন্ত UCI Anteaters-এর হয়ে খেলেন। আরভিনে দুই মৌসুম খেলার সময় প্রতিষ্ঠানটির স্কোয়াড স্কুলের ইতিহাসে প্রথম দুইবার এনসিএএ টুর্নামেন্টে জায়গা করে নেয়।

খেলোয়াড়ী জীবন

তথ্যসূত্র

  1. "CoCo Goodson"। University of California Irvine। জুলাই ৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৬, ২০১৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!