কেভিন পারসাইউক|
পূর্ণ নাম |
কেভিন দানিয়েল পারসাইউক রোদ্রিগেস[১] |
---|
জন্ম |
(2002-08-09) ৯ আগস্ট ২০০২ (বয়স ২২) |
---|
জন্ম স্থান |
ফ্রাম, প্যারাগুয়ে |
---|
উচ্চতা |
১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১] |
---|
মাঠে অবস্থান |
আক্রমণভাগের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
ওলিম্পিয়া |
---|
জার্সি নম্বর |
১৬ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৩৮, ২১ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
কেভিন দানিয়েল পারসাইউক রোদ্রিগেস (স্পেনীয়: Kevin Parzajuk; জন্ম: ৯ আগস্ট ২০০২; কেভিন পারসাইউক নামে সুপরিচিত) হলেন একজন প্যারাগুয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে প্যারাগুয়ীয় ক্লাব ওলিম্পিয়া এবং প্যারাগুয়ে জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২৩ সালে, পারসাইউক প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে প্যারাগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
কেভিন দানিয়েল পারসাইউক রোদ্রিগেস ২০০২ সালের ৯ই আগস্ট তারিখে প্যারাগুয়ের ফ্রামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
পারসাইউক প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর তারিখে তিনি পানামা অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] পারসাইউক ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত প্যারাগুয়ে অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ