কেফালোনিয়া-ইথাকা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

কেফালোনিয়া-ইথাকা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯৮০; ৪৪ বছর আগে (1980)
সদর দপ্তরআর্গোস্তোলি, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯৮০
সভাপতিগ্রিস থেমিস্তোকলিস ভালসামিস
ওয়েবসাইটwww.epski.gr

কেফালোনিয়া-ইথাকা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Κεφαλληνίας και Ιθάκης, ইংরেজি: Kefalonia-Ithaca Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে কেআইএফসিএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের কেফালোনিয়া এবং ইথাকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[] এই সংস্থাটি ১৯৮০ সালে আখাইয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন হতে আলাদা হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের আর্গোস্তোলিতে অবস্থিত।

এই সংস্থাটি আঞ্চলিক লীগ এবং আঞ্চলিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কেফালোনিয়া-ইথাকা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন থেমিস্তোকলিস ভালসামিস

তথ্যসূত্র

  1. "Greece - List of Regional Champions"আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!