কৃষ্ণ বামন হলো এক প্রকার তাত্ত্বিক নাক্ষত্রিক অবশেষ, বিশেষভাবে একটি শ্বেত বামন যা এতটাই ঠান্ডা যে অর্থপূর্ণ আলো বা তাপও নিঃসরণ করে না। যেহেতু, এই অবস্থায় পৌছাতে একটি শ্বেত বামনের যে হিসাবকৃত সময় লাগে তা বর্তমান মহাবিশ্বের বয়সের থেকেও বেশি তাই বর্তমানে মহাবিশ্বে কোনো কৃষ্ণ বামনের অস্তিত্ব রয়েছে বলে আশা করা হয় না এবং সবচেয়ে ঠান্ডা শ্বেত বামনের তাপমাত্রা মহাবিশ্বের বয়স পর্যবেক্ষণের একটি মাত্রা।
একটি শ্বেত বামন মাঝারি বা ছোট আকারের (৯-১০ সৌর ভরের কম ভর সম্পন্ন) নক্ষত্র দ্বারা গঠিত হয়। যখন নক্ষত্রটি এর সকল জ্বালানি শেষ করে ফেলে তখন একটি ইলেক্ট্রন-অবক্ষয় পদার্থের গোলোক অবশিষ্ট থাকে যা শ্বেত বামন হিসেবে পরিচিত। শ্বেত বামনের কোনো জ্বালানি না থাকায় এরা আর উত্তপ্ত হতে পারে না। বরং তাপীয় বিকিরণের মাধ্যমে তাপমাত্রা হারাতেই থাকে। অবশেষে এটি আর তাপীয় বিকিরণ করতে পারে না অর্থাৎ এর তাপমাত্রা সিএমবি এর সমান হয়ে যায়। এই অবস্থায় একে বলা হয় কৃষ্ণ বামন।[৫][৬] যেহেতু এরা কোনো ধরনের বিকিরণ করে না, তাই কোনো কৃষ্ণ বামনের অস্তিত্ব থাকলেও তা খুজে পাওয়া হতো খুবই কঠিন। তবে এদের মহাকর্ষীয় প্রভাব দ্বারা এদের খুজে পাওয়া যেতে পারে।[৭]
তমো পদার্থের প্রকৃতি, সম্ভাব্যতা বা প্রোটন ক্ষয়ের হারের মত কিছু ভৌত প্রশ্নের উপর তারাদের সুদূর ভবিষ্যতের বিবর্তন নির্ভর করে। তাই এটি সঠিক ভাবে জানা নেই যে একটি শ্বেত বামনের কৃষ্ণ বামন হতে কত সময় লাগে।[৮] ব্যারো এবং টিপলার নির্ণয় করেন যে শ্বেত বামনের ৫ k তাপমাত্রায় পৌছাতে ১০১৫ বছর লাগতে পারে। যাইহোক, যদি উইকলি ইন্টার্যাক্টিং ম্যাসিভ পার্টিকেলের অস্তিত্ব থাকে তবে এই সময় ১০২৫ বছর পর্যন্ত হতে পারে।
↑Darling, David। "brown dwarf"। The Encyclopedia of Astrobiology, Astronomy, and Spaceflight। David Darling। সংগ্রহের তারিখ মে ২৪, ২০০৭ – daviddarling.info-এর মাধ্যমে।
↑Alcock, Charles; Allsman, Robyn A.; Alves, David; Axelrod, Tim S.; Becker, Andrew C.; Bennett, David; ও অন্যান্য (১৯৯৯)। "Baryonic Dark Matter: The Results from Microlensing Surveys"। In the Third Stromlo Symposium: The Galactic Halo। 165: 362। বিবকোড:1999ASPC..165..362A।