কুশল দোয়ারি (জন্ম: ১ জুলাই ১৯৬৬, বোকটা খামুন, শিবসাগর) হলেন আসামের ভারতীয় জনতা পার্টির একজন রাজনীতিবিদ। তিনি থোওড়া আসন থেকে ২০১৬ সালে আসাম বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তিনি ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের প্রাক্তন জঙ্গি। [১][২][৩][৪]
তিনি সমাজ বিকাশ মঞ্চ নামে একটি সামাজিক সংগঠনের প্রাক্তন সভাপতি এবং ভারতীয় জনতা পার্টি কর্তৃক প্রতিষ্ঠিত একটি এনজিও, নবদীপ সাময় বিকাশ মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি। [৫]
তথ্যসূত্র