মানচিত্র
কুল্লা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার একটি ইউনিয়ন।
ভৌগোলিক উপাত্ত
কুল্লা ইউনিয়নের আয়তন ৩১.৪২ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নটির উত্তরে রয়েছে সোমভাগ ইউনিয়ন, পশ্চিমে সোমভাগ ও নান্নার ইউনিয়ন, দক্ষিণে রোয়াইল ও সিংগাইর,মানিকগঞ্জ এবং পূর্বে সাভার।[১]
প্রশাসনিক উপাত্ত
ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে রয়েছে ২৭টি গ্রাম ও ৩১টি মৌজা।[১] গ্রামগুলো হলো ফোর্ডনগর, বরদাইল, রূপনগর, চৌটাইল, চাউলাইল, বরাকৈর, আড়ালিয়া, কেলিয়া, কুল্লা, হীরানদী কুল্লা, সীতি, পাল্লী, নওগাঁওকাইত, বাড়িল্লা, কাকনাইল, বাড়ীগাঁও, সাস্তাপুর, মাখুলিয়া, বড়কুশিয়ারা, মামুরা, নতুন মাখুলিয়া, লাড়ুয়াুকুন্ড, কান্দাপাড়া, দেলীগাংগাইল, ইমামগাংগাইল, খাতরা, বড়চন্দ্রাইল এবং বাসাইল।[২]
জনসংখ্যার উপাত্ত
বাংলাদেশর ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের জনসংখ্যা ৪৬,৩৭৬ জন। এর মধ্যে পুরুষ ২৩,৬৭৬ জন এবং নারী ২২,৭০০ জন। এদের মধ্যে মোট ভোটার সংখ্যা ৩৩,৭৮৩ জন।[১]
শিক্ষা
কুল্লা ইউনিয়নে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা যথাক্রমে ১৫টি ও ৯টি। বেসরকারি মাদ্রাসা ও এতিমখানা রয়েছে যথাক্রমে ১৩টি ও ২টি এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা একটি।[১]
ইতিহাস
কৃষি
কুল্লা ইউনিয়নের অধিকাংশ জমি আবাদি এবং কৃষি কাজে ব্যবহৃত। জামালপুর ও টাঙ্গাইল হয়ে বংশী নদী এই ইউনিয়নের এক পাশ দিয়ে প্রবাহিত হয়ে ধলেশ্বরী নদীতে পতিত হয়েছে। এই নদীটি কুল্লা ইউনিয়নের হাজিবাড়ি, ইসলামপুর, মাখুলিয়া, কাজিয়ারকুণ্ড, রূপনগর, ফোর্ডনগর গ্রাম সমূহ ঘেষে প্রবাহিত হওয়ায় এই অঞ্চলের অধিকাংশ জমিতে কৃষিকার্য সম্পাদিত হয়ে থাকে। বর্ষা মৌসুমে নদী বিধৈত পলি জমে ফসলি জমিকে আরও উর্বর করে তুলে।
অর্থনীতি
যোগাযোগ
দর্শনীয় স্থান
এই ইউনিয়নের সীতি গ্রামে রয়েছে আলাদীন পার্ক নামে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র।[৩]
উল্লেখযোগ্য ব্যক্তি
চিত্রশালা
-
কুল্লা ইউনিয়ন অফিসের সামনে তথ্য সংবলিত বোর্ড
-
কুল্লা ইউনিয়ন অফিসের সামনে থেকে তোলা
-
কুল্লা ইউনিয়ন অফিসের দিক-নির্দেশনামূলক সাইনবোর্ড
-
কুল্লা কেলিয়া এমদাদুল উলুম মাদরাসা ও এতিমখানা
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ