কুলাসা হিসার অবরোধ বা কুলাসা হিসারের অভিযান ছিল ১২৮৫ সালে ওসমান বের নেতৃত্বে বাইজেন্টিয়াম এবং তুর্কি বাহিনীর মধ্যে একটি যুদ্ধ।[৩][৪]
অবরোধ
উসমান বে তার ভাই বায়হোকার পুত্র সাভেসি বেআর্মেনিয়া পর্বতের যুদ্ধে [tr] নিহত হলে কুলাসা হিসার দুর্গ দখল করেন। যেটা ইনেগুলের কয়েক লিগ দূরে এমিরদাগের উপকণ্ঠে অবস্থিত। ৩০০ জনের একটি বাহিনী নিয়ে তিনি রাতের বেলা অভিযান চালান। উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এটিই প্রথম দুর্গ বিজয় ছিল।[৫] যেহেতু কুলাসা হিসারের খ্রিস্টান জনগণ ওসমান বের শাসন মেনে নিয়েছিল, তাই সেখানকার জনগণের কোনো ক্ষতি হয়নি।[৬]