কুর্দিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন

কুর্দিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত২০০৬; ১৮ বছর আগে (2006)
ফিফা অধিভুক্তিনেই
কনিফা অধিভুক্তি২০১৩; ১১ বছর আগে (2013)
ওয়েবসাইটwww.kurdistan-fa.net

কুর্দিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন (কুর্দি: یەکێتی ناوەندی تۆپی پێی کوردستان, ইংরেজি: Kurdistan Football Association; এছাড়াও সংক্ষেপে কেএফএ নামে পরিচিত) হচ্ছে কুর্দিস্তান অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[] এই সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৭ বছর পর ফিফা বহির্ভূত ফুটবল দলের অংস্থা কনিফার সদস্যপদ লাভ করে।

এই সংস্থাটি কুর্দিস্তানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কুর্দিস্তান প্রিমিয়ার লীগ, কুর্দিস্তান কাপ এবং কুর্দিস্তান সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

তথ্যসূত্র

  1. Takatsuki, YO (১৪ ডিসেম্বর ২০০৬)। "Kurdish football prospers"news.bbc.co.uk 

বহিঃসংযোগ

টেমপ্লেট:কুর্দিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন টেমপ্লেট:কনিফার সদস্য

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!