ক্রিস্টোফার কেট্সবি হ্যারিংটন (ইংরেজি: Christopher Catesby Harington; কিট হ্যারিংটন নামে পরিচিত; জন্ম ২৬ ডিসেম্বর ১৯৮৬) হলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি এইচবিও টেলিভিশন চ্যানেলে প্রচারিত গেম অব থ্রোনস টেলিভিশন ধারাবাহিক দিয়ে পরিচিতি লাভ করেন।
লন্ডনের এক্টনে জন্ম নেয়া হ্যারিংটন ড্রামা স্কুলে পড়াকালীন রয়েল ন্যাশনাল থিয়েটারেরওয়ার হর্স মঞ্চনাটকে অভিনয় করেন। ২০১১ সাল থেকে তিনি এইচবিও টেলিভিশন চ্যানেলে প্রচারিত গেম অব থ্রোনস টেলিভিশন ধারাবাহিকে জন স্নো চরিত্রে অভিনয় করছেন। তার চলচ্চিত্রে অভিষেক হয় ২০১২ সালে সাইলেন্ট হিল: রিভেলেশন দিয়ে। পরবর্তীতে তিনি ঐতিহাসিক রোম্যান্টিক চলচ্চিত্র পম্পেই (২০১৪) ও ব্রিটিশ নাট্য চলচ্চিত্র টেস্টামেন্ট অব ইয়ুথ (২০১৪) এ অভিনয় করেন এবং অ্যানিমেশন কল্পনাধর্মী চলচ্চিত্র হাউ টু ট্রেইন ইওর ড্রাগন ২ (২০১৪) এ কণ্ঠ দেন।
২০১৬ সালে তিনি গেম অব থ্রোনস এ তার অভিনয়ের জন্য প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৭ সালে তিনি মার্কিন টেলিভিশনের সর্বোচ্চ বেতনভোগী হয়ে ওঠেন এবং গেম অব থ্রোনস এর প্রতি পর্বের জন্য ২ মিলিয়ন পাউন্ড লাভ করেন।
প্রারম্ভিক জীবন
হ্যারিংটন ১৯৮৬ সালের ২৬ ডিসেম্বর লন্ডনের এক্টনে জন্মগ্রহণ করেন।[১][২] তার পিতা স্যার ডেভিড রিচার্ড হ্যারিংটন ১৫তম ব্যারোনেট (ক্রমানুসারে ব্যারনের ঠিক পরের উপাধি) ও ব্যবসায়ী এবং মাতা ডেবোরাহ জেন (কেট্সবি) সাবেক নাট্যকার।[৩][৪] তার পূর্ণ নাম ক্রিস্টোফার কেট্সবি হ্যারিংটন।[৫] তার মা তার নাম রাখেন ইংরেজ নাট্যকার ক্রিস্টোফার মার্লোর নামানুসারে, তার প্রথম নাম ছোট করে 'কিট' ডাকা হত,[৬] যা হ্যারিংটন তার নামের জন্য পছন্দ করেন।[৭] হ্যারিংটনের চাচা স্যার নিকোলাস জন হ্যারিংটন[৮] ছিলেন ১৪তম ব্যারোনেট,[৯] এবং তার প্র-পিতামহ স্যার রিচার্ড হ্যারিংটন ছিলেন ১২তম ব্যারোনেট। তার পিতামহী লেভেন্ডার সেসিলিয়া ড্যানির দিক থেকে হ্যারিংটনের অষ্টম প্র-পিতামহ ছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস।[১০] এছাড়া তার পিতার দিক থেকে হ্যারিংটন স্কটিশ রাজনীতিবিদ হেনরি ডুন্ডাসের উত্তরসূরি।[১১]
কর্মজীবন
প্রারম্ভিক কর্মজিবন: ২০০৮–২০১০
অভিনয় শুরুর পূর্বে হ্যারিংটন সাংবাদিক হতে চেয়েছিলেন।[১২] ড্রামা স্কুলে থাকাকালীন তিনি রয়্যাল ন্যাশনাল থিয়েটারেরওয়ার হর্স মঞ্চনাটকে আলবার্ট চরিত্রে অভিনয় করেন।[৫][১২] নাটকটি দুটি লরন্স অলিভিয়ে পুরস্কার লাভ করে এবং হ্যারিংটন ব্যাপক খ্যাতি লাভ করে। পরে তিনি তার দ্বিতীয় মঞ্চনাটক ডার্ক কমেডি ধর্মী পশ-এ একজন অক্সফোর্ড পড়ুয়া উচ্চবিত্ত যুবকের চরিত্রে অভিনয় করেন।[৫]
সাফল্য: ২০১১–বর্তমান
ওয়ার হর্স-এ অভিনয়ের পর হ্যারিংটন এইচবিওর টেলিভিশন ধারাবাহিক গেম অব থ্রোনস-এর জন স্নো চরিত্রের জন্য অডিশন দেন। ধারাবাহিকটি ২০১১ সালে প্রচারের পর সমাদৃত হয় এবং টেলিভিশন চ্যানেলটি ২য় মৌসুমের কাজ শুরু করে।[১৩][১৪] হ্যারিংটনের চরিত্রের বেশিরভাগ অংশই চিত্রায়িত হয় আইসল্যান্ড ও আয়ারল্যান্ডে।[১৫] ধারাবাহিকটির সপ্তম মৌসুম শেষ হয়েছে এবং ২০১৮ বা ১৯ সালে অষ্টম মৌসুম দিয়ে শেষ হবে।[১৬]গেম অব থ্রোনস কাল্পনিক দুই মহাদেশ ওয়েস্টেরস ও এসোসে সংগঠিত হয় এবং অভিজাত পরিবারসমূহের মধ্যে সাত রাজ্যের আয়রন থ্রোন নিয়ন্ত্রণের জন্য সংঘর্ষ শুরু হয়।[১৭] জন স্নোকে ধারাবাহিকের প্রথমে উইন্টারফেলের লর্ড এডার্ড স্টার্কের অবৈধ সন্তান হিসেবে পরিচয় করে দেওয়া হয়, যে পরে নাইট্স ওয়াচের সর্বাধিনায়ক এবং উত্তরের রাজা হন।[১৮]
হ্যারিংটন তার জন স্নো চরিত্রের জন্য প্রশংসিত হন। ২০১২ সালে তিনি তার অভিনয়ের জন্য টেলিভিশনের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে স্যাটার্ন পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৯] ২০১৬ সালে তিনি নাট্য ধারাবাহিকে অসাধারণ পার্শ্ব অভিনেতা বিভাগ প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২০] এই মনোনয়ন প্রসঙ্গে তিনি বলে, "গেম অব থ্রোনস-এ আমার কাজের জন্য এমন স্বীকৃতি আমার জন্য আবেগঘন মুহূর্ত। আমি এর চেয়ে বেশি নিরহংকার হতে পারি না।"[২১] ২০১৭ সালে হ্যারিংটন মার্কিন টেলিভিশনের সর্বোচ্চ বেতনভোগীদের একজন হয়ে ওঠেন এবং গেম অব থ্রোনস এর প্রতি পর্বের জন্য ২ মিলিয়ন পাউন্ড লাভ করেন।[২২][২৩]
হ্যারিংটনের চলচ্চিত্রের অভিষেক হয় ২০১২ সালে সাইলেন্ট হিল: রিভেলেশন চলচ্চিত্রের ভিনসেন্ট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এই ভৌতিক চলচ্চিত্রটি ভিডিও গেম সাইলেন্ট হিল ৩ অবলম্বনে নির্মিত এবং সাইলেন্ট হিল চলচ্চিত্রের অনুবর্তী পর্ব।[২৪] ২০১৩ সালে তিনি চলচ্চিত্র, সঙ্গীত ও টেলিভিশনের জন্য প্রদত্ত সেরা নতুন প্রতিভার জন্য প্রদত্ত ইয়ং হলিউড পুরস্কারে বর্ষসেরা অভিনেতার পুরস্কার লাভ করেন।[২৫]
হ্যারিংটন ২০১২ সাল থেকে গেম অব থ্রোনস টেলিভিশন ধারাবাহিকের তার সহশিল্পী রোজ লেসলির সাথে সম্পর্ক গড়ে তুলেন।[৩৫][৩৬] ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে দ্য টাইমসকে তারা তাদের বাগদানের কথা জানান।[৩৭][৩৮] ২০১৮ সালের ২৩শে জুন এবার্ডিনশায়ারের রাইন চার্চে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পার্শ্ববর্তী ওয়ার্ডহিল দুর্গে তাদের বিবাহ-পরবর্তী অভ্যর্থনা অনুষ্ঠিত হয়।[৩৯] তাদের গেম অব থ্রোনস-এর সহশিল্পীদের মধ্যে পিটার ডিংকলেজ, এমিলিয়া ক্লার্ক, সোফি টার্নার ও মেইজি উইলিয়ামস এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।[৪০]