কিংস কাংওয়া

কিংস কাংওয়া
২০২২ সালে আর্সেনাল তুলার হয়ে কাংওয়া
ব্যক্তিগত তথ্য
জন্ম (1999-04-06) ৬ এপ্রিল ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান কাসামা, জাম্বিয়া
উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেড স্টার বেলগ্রেড
জার্সি নম্বর ২০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৩৮, ১১ জুন ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

কিংস কাংওয়া (ইংরেজি: Kings Kangwa; জন্ম: ৬ এপ্রিল ১৯৯৯) হলেন একজন জাম্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সার্বিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সার্বীয় সুপারলিগার ক্লাব রেড স্টার বেলগ্রেড এবং জাম্বিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, কাংওয়া জাম্বিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে জাম্বিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত জাম্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে জাম্বিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাম্বিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

কিংস কাংওয়া ১৯৯৯ সালের ৬ই এপ্রিল তারিখে জাম্বিয়ার কাসামায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

কাংওয়া জাম্বিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাম্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন। জাম্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

১১ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জাম্বিয়া ২০১৯
২০২০
২০২১
২০২২
সর্বমোট ১৫

তথ্যসূত্র

  1. "ФК Црвена звезда - Тим" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা – দল]। crvenazvezdafk.com (সার্বীয় ভাষায়)। বেলগ্রেড: রেড স্টার বেলগ্রেড। ৬ মে ২০১৬। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  2. "FK Crvena zvezda" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা]। uefa.com (ইংরেজি ভাষায়)। উয়েফা। ২৩ এপ্রিল ২০২৩। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  3. "FK Crvena zvezda" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা]। superliga.rs (সার্বীয় ভাষায়)। সার্বীয় সুপারলিগা। ২৩ এপ্রিল ২০২৩। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!