কালেরপাড়া জামে মসজিদ

কালেরপাড়া জামে মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যআহলে হাদীস
অবস্থান
অবস্থানধুনট উপজেলা, বগুড়া
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামিক
প্রতিষ্ঠার তারিখ১৫৫২ সাল
বিনির্দেশ
ধারণক্ষমতা৫০০ জন
গম্বুজসমূহ0
মিনার0
মিনারের উচ্চতা০ মি (০ ফু)

কালেরপাড়া জামে মসজিদ বগুড়া জেলার ধুনট উপজেলা এর ৪ কিলোমিটার উত্তরে কালেরপাড়া গ্রামে অবস্থিত। এটির গোড়াপত্তন ঘটে ১৫৫২ সালে। গ্রামের ৫০০র বেশি পরিবার এই মসজিদে নামাজ আদায় করেন। জুম্মা ও তারাবির জামাতে মেয়েরাও অংশগ্রহণ করে। এই মসজিদটি ২ বার পুনঃনির্মাণ করা হয়। মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমান (২০১৯ সাল) এটির ৩য় বারের মতো পুনঃনির্মাণ এর কাজ চলছে।

ইতিহাস

কালেরপাড়া জামে মসজিদ অতি প্রাচীন মসজিদ। ৪০০ বৎসর পূর্বে ১৫৫২ সালে এই মসজিদের গোড়াপত্তন হয়। মসজিদটি প্রথমে খড়ের চৌচালা গৃহ ছিল। ১৮৬০ সালে পুনঃনির্মাণকালে করগেট টিনের ছাউনি দেওয়া হয়। ১৯৭২ সালে স্থায়ী ইমারত নির্মাণে করা হয়। তখন মসজিদটির পরিমাপ ছিল ২১.৩৭ মি/ ১৭.৪৬ মি। বর্তমানে (২০১৯ সাল) মসজিদটির সম্প্রসারণ ও পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। যাতে ৪ তোলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে এবং মসজিদটির সম্প্রসারণ করা হবে। এই সমাজের মুসল্লিরা এই একটিমাত্র মসজিদে একত্রিতভাবে নামাজ আদায় করেন। গ্রামের ৫০০ ও অধিক পরিবাবের লোক এই মসজিদ এ নামাজ আদায় করেন। এই মসজিদে প্রতি শুক্রবারের জুম্মা ও রমজানের তারাবির জামাতে বিপুল সংখ্যক মহিলা মুসল্লি জামাতে শরিক হন। মসজিদের নামে কয়েক একর জমি আছে। আজ থেকে ২০০ বছর পূর্বেও কালেরপাড়া পার্শ্ববর্তী ৪/৫ টি গ্রামের মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করতেন।

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!