কলিয়া |
---|
|
পরিচালক | টিনু আনন্দ |
---|
প্রযোজক | ইকবাল সিংহ |
---|
রচয়িতা | ইন্দ্র রাজ আনন্দ টিনু আনন্দ সন্তোষ শাহ শাহজাহান তাহের |
---|
শ্রেষ্ঠাংশে | অমিতাভ বচ্চন পারভীন ববি |
---|
সুরকার | রাহুল দেব বর্মণ গীতিঃ মজরুহ সুলতানপুরী |
---|
চিত্রগ্রাহক | প্রবীণ ভাট |
---|
সম্পাদক | এ হাবীব |
---|
পরিবেশক | ববি এন্টারপ্রাইজেস পলিডোর |
---|
মুক্তি |
- ২৫ ডিসেম্বর ১৯৮১ (1981-12-25)
|
---|
দেশ | ভারত |
---|
ভাষা | হিন্দি |
---|
আয় | ₹৫ কোটি(equivalent to ₹৮৪.০২ কোটি বা মার্কিন$১১ মিলিয়ন ২০১৯ সালে)[১] |
---|
কালিয়া (হিন্দি: कालिया) হচ্ছে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র; টিনু আনন্দের রচনা এবং পরিচালনায় এই চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, পারভিন ববি, আশা পরেখ, প্রাণ, আমজাদ খান, কেএন সিং এবং জগদ্বীপ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন ইকবাল সিং, সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল দেব বর্মণ এবং গীতিকার ছিলেন মজরুহ সুলতানপুরী। ১৯৮১ সালের ৮ম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র ছিলো এই কলিয়া।[২] চলচ্চিত্রটি কন্নড় ভাষায় হুলিয়াড়া কালা (১৯৮৪)[৩] এবং তামিল ভাষায় কুলিক্কারান (১৯৮৭) নামে পুনঃনির্মিত হয়েছিলো।
অমিতাভ বচ্চনের অন্যতম 'এ্যাংরি ইয়াং ম্যান' চলচ্চিত্র ছিলো এটি; চলচ্চিত্রটির গান 'জাহাঁ তেরি ইয়ে নাযার হ্যায়' তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো যেটির গায়ক ছিলেন কিশোর কুমার।[৪]
চরিত্র রূপায়নে
সঙ্গীত
মজরুহ সুলতানপুরীর গীতিতে গানগুলোর সুরকার ছিলেন রাহুল দেব বর্মণ।
তথ্যসূত্র
বহিঃসংযোগ