কালা ই নাউ বা কালা-ই-নাউ অথবা কালানাউ (قلعه نو), আফগানিস্থানের বাদঘিজ প্রদেশের পশ্চিমের একটি জেলা। জেলাটির জনসংখ্যা ১৯৯০ সালের জড়িপ অনুসারে আনুমানিক ৮২,৫২৫; আদিবাসীদের মাঝে আনুমানিক ৮০% তাজিক ও আইমাক হাজারা। সামান্য কিছু পশতুন, বেলুচ এবং তুর্কী।
জেলা সদর কালা ই নাউ শহর, এটা একই সাথে প্রাদেশিক রাজধানী। জেলাটি পেস্তা বনের জন্যে বিখ্যাত।
তথ্যসূত্র
- Qalay-i-Naw (পিডিএফ), UNHCR District Profiles, Afghanistan Information Management Services, ২৬ আগস্ট ২০০২, ২২ মে ২০০৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৭ জুন ২০০৯
বহিঃসংযোগ