কার্লোস গ্রুয়েসো
|
|
পূর্ণ নাম |
কার্লোস আরমান্দো গ্রুয়েসো আরবোলেদা |
---|
জন্ম |
(1995-04-19) ১৯ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৯) |
---|
জন্ম স্থান |
সান্তো দোমিঙ্গো, ইকুয়েডর |
---|
উচ্চতা |
১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
মধ্যমাঠের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
আউগসবুর্গ |
---|
জার্সি নম্বর |
৮ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৫২, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
কার্লোস আরমান্দো গ্রুয়েসো আরবোলেদা (স্পেনীয়: Carlos Gruezo, স্পেনীয় উচ্চারণ: [kˈaɾlos ɡɾuˈeθo]; জন্ম: ১৯ এপ্রিল ১৯৯৫; কার্লোস গ্রুয়েসো নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব আউগসবুর্গ এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১১ সালে, গ্রুয়েসো ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইকুয়েডরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৬ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
কার্লোস আরমান্দো গ্রুয়েসো আরবোলেদা ১৯৯৫ সালের ১৯শে এপ্রিল তারিখে ইকুয়েডরের সান্তো দোমিঙ্গোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
গ্রুয়েসো কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৪ই নভেম্বর তারিখে ঘোষিত ইকুয়েডরের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২০ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল |
সাল |
ম্যাচ |
গোল
|
ইকুয়েডর |
২০১৪ |
৮ |
০
|
২০১৫ |
২ |
০
|
২০১৬ |
৭ |
০
|
২০১৮ |
৪ |
০
|
২০১৯ |
৫ |
০
|
২০২০ |
৩ |
১
|
২০২১ |
১০ |
০
|
২০২২ |
৭ |
০
|
সর্বমোট |
৪৬ |
১
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ