কার্লেস পুয়োল ই সাফোর্কাদা (কাতালান উচ্চারণ: [ˈkaɾɫes puˈjɔɫ i safoɾˈkaða]; জন্ম ১৩ এপ্রিল ১৯৭৮) একজন স্পেনীয় সাবেক পেশাদার ফুটবলার যিনি ফুটবল ক্লাব বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে খেলেছেন। তিনি সাধারণত একজন সেন্ট্রাল ডিফেন্ডার, তবে অন্যান্য অবস্থানেও বিশেষ করে রাইট ব্যাকেও খেলে থাকেন।[২]
পুইয়োল বহুদিন যাবত্ বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে তার নেতৃত্বে বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপা জেতে। একই বছরে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তিনি স্পেনের প্রতিনিধিত্ব করেন। এরপর ইউরো ২০০৮ ও ২০১০ ফিফা বিশ্বকাপে স্পেনের হয়ে শিরোপা জিতেন। ১৯৯৯ সাল থেকে তিনি বার্সেলোনার হয়ে ৩৮৭ খেলায় মাঠে নেমেছেন।
টেমপ্লেট:Spain squad 2000 Summer Olympics টেমপ্লেট:Spain squad 2002 FIFA World Cup টেমপ্লেট:Spain squad UEFA Euro 2004 টেমপ্লেট:Spain squad 2006 FIFA World Cup টেমপ্লেট:Spain squad UEFA Euro 2008 টেমপ্লেট:Spain squad 2009 FIFA Confederations Cup
টেমপ্লেট:2010 FIFA World Cup Team of the Tournament টেমপ্লেট:UEFA EURO 2008 Team of the Tournament
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!