কার্যত

কার্যত বা বস্তুত (ইংরেজি: de facto) পরিভাষাটি দিয়ে রাজনীতিতে এমন সব সরকারি আইন বা নীতিকে চরিত্রায়িত করা হয়, যেগুলি রাষ্ট্র বা সরকার কর্তৃৃক স্বীকৃৃত না হলেও বাস্তবিকভাবে তা কার্যকর। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে স্বীকৃৃত না হলেও কার্যত ঘটমান।

এই ধারণাটিকে লাতিন পরিভাষায় দে ফাক্তো (লাতিন: de facto) বলে। ইংরেজিতে এর উচ্চারণ ডি ফ্যাক্টো। এর বিপরীত ধারণাটি হল আইনত (লাতিন: De jure দে জুরে; ইংরেজি উচ্চারণে ডি জুরি)।

উদাহরণ

মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, আর্জেন্টিনাসহ বেশ কিছু দেশে কোনো সরকার কর্তৃৃক-স্বীকৃৃত ভাষা না থাকা সত্ত্বেও সকল দাপ্তরিক কাজ ইংরেজি বা ঐ দেশের প্রধান ভাষা দ্বারা নিয়ন্ত্রিত হয়।

তথ্যসূত্র

আরও দেখুন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!