এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। অনুগ্রহ করে নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে।(অক্টোবর ২০২৩)
কার্যত বা বস্তুত (ইংরেজি: de facto) পরিভাষাটি দিয়ে রাজনীতিতে এমন সব সরকারি আইন বা নীতিকে চরিত্রায়িত করা হয়, যেগুলি রাষ্ট্র বা সরকার কর্তৃৃক স্বীকৃৃত না হলেও বাস্তবিকভাবে তা কার্যকর। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে স্বীকৃৃত না হলেও কার্যত ঘটমান।
এই ধারণাটিকে লাতিন পরিভাষায় দে ফাক্তো (লাতিন: de facto) বলে। ইংরেজিতে এর উচ্চারণ ডি ফ্যাক্টো। এর বিপরীত ধারণাটি হল আইনত (লাতিন: De jureদে জুরে; ইংরেজি উচ্চারণে ডি জুরি)।