কান্দি আর আই ফাযিল মাদ্রাসা, পীরগাছা

কান্দি আর আই ফাযিল মাদ্রাসা, পীরগাছা
কান্দি ফাযিল মাদ্রাসার উত্তর দিকের ভবন
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৩৬; ৮৮ বছর আগে (1936-01-01)
প্রতিষ্ঠাতাকারী মোহাম্মদ আব্দদুর রহিম
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষমাওলানা মো. সিরাজুল ইসলাম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৭ জন
শিক্ষার্থী৫০০+ জন
ঠিকানা
তালুক কান্দি কাবিলা পাড়া, পীরগাছা উপজেলা
, ,
ইআইআইএন১২৭৭৩১, মাদ্রাসা কোড-১৪৩৮৬[]
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

কান্দি আর আই ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা[][][][][]

নামকরণ

মাদ্রাসাটির ভিত্তি দেন ফুরফুরার পীর মাওলানা রুহুল আমিন। স্থানীয় জনগন তার নামকে স্মরণ করে রাখার জন্য ‘ আর’ (রুহুল) এবং আই (আমিন) নামমকরণ করেন। []

ইতিহাস

মাদ্রাসাটি খোলার ব্যাপারে অবদান রাখেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছার নিবাসী কারী মোহাম্মদ আব্দুর রহিম। তিনি ফুরফুরার পীর মাওলানা আল্লামা রুহুল আমিনের খলিফা ছিলেন। তারই উদ্যেগে মাদরাসাটি ১৯৩৬ সালে ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে চালু হয়। পরে ১৯৪৭ সালে দাখিল ও আলিম এবং ১৯৬৬ সালে ফাযিল খোলার অনুমতি পায়। ১৯৮৫ সালে দাখিল, আলিম ও ফাযিল এমপিও ভুক্ত হয়।

ভবনের বিবরণ

মাদরাসাটির প্রায় ১.৮৫ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ৫.৭৮ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে। ভবন আছে-৪টি।

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-৩টি।[]


অন্যান্য

  1. কম্পিউটার ল্যাব-১টি
  2. পাঠাগার- ১টি।[]

পোশাক

ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের আকাশি রঙের জামা, সাদা এফরোন, কালো বোরখা ও সাদা ওড়না।

সাংস্কৃতিক কর্মকান্ড

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী স্থানীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল

সুযোগ্য গভর্নিনিং বডির তত্ত্বাবধানে[] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ৯১% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিল পরীক্ষায় ৯৮.০০% ও আলিম পরীক্ষায় ১০০% পাশ করে।[] ২০১৯ সালে ফাযিল পরীক্ষায় ১০০% পাশ করে।

তথ্যসূত্র

  1. honoursadmission.com। "Honours Admission - Destination After HSC & Equivalent"Honours Admission (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৮ 
  2. "কান্দি ইউনিয়ন"kandiup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Kandi Ri Fazil Degree Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৮ 
  4. "পীরগাছা উপজেলা"pirgacha.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "KANDI R. I. FAZIL MADRASAH"127731.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৮ 
  6. Bangladesh, Review Network। "KANDI RI FAZIL DEGREE MADRASAH (Address, EIIN, Mobile Number)"amar-school.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"iau.edu.bd। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৮ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!