কানু ঘোষ

কানু ঘোষ (১৯২৯? – ৪ ডিসেম্বর ১৯৯৭) একজন বিশিষ্ট সুরকার।

কানু ঘোষের আদি বাসস্থান বরিশালে। তাঁর বাবার নাম যতীন্দ্রনাথ ঘোষ।

কানু ঘোষ ১৯৪৭ খ্রিস্টাব্দে বিখ্যাত সুরকার অনিল বিশ্বাসের ডাকে মুম্বাই গিয়ে প্রথমে গণনাট্য সংঘ এবং ক্যালকাটা ইয়ুথ কয়ারে যোগ দেন। এর পাশাপাশি তিনি সলিল চৌধুরীর সহকারী হিসাবে চলচ্চিত্র ও অন্যান্য ক্ষেত্রে সঙ্গীত পরিচালনার কাজ করতে থাকেন। ষাটের দশক থেকে তিনি অল অল ইন্ডিয়া রেডিওর সম্মেলক গানের সাথে যুক্ত ছিলেন এবং সেই বিষয়ে গবেষণা করেছিলেন। তিনি "এনসিআরটিই"র কোরাস গানের প্রশিক্ষক প্রকল্পে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে জাতীয় সংহতির উপর বহু গানের প্রশিক্ষণ দিয়েছেন।

তিনি পেয়ার কি রাহে, নয়া জমানা, এবং বিবেক ছবির সঙ্গীত পরিচালক ছিলেন।

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!