ভৌগলিকভাবে এই ইউনিয়ন শাখা যমুনা নদীর তীরে অবস্থিত।
ইউনিয়নের মোট আয়তন ১৬৪৮ হেক্টর এবং মোট জনসংখ্যা ১৭২৪৬ জন। এর মধ্যে পুরুষ ৮৭৪১ জন এবং মহিলা ৮৫০৫ জন।
ভোটার সংখ্যা
মোট ভোটার সংখ্যা :১১৬১৬ জন
পুরুষ ভোটার :৫৭৪৩ জন
মহিলা ভোটার :৫৮৭৩
শিক্ষা
ইউনিয়নে একটি মহাবিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একটি নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় আছে। এছাড়াও ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা ৩টি আছে। এবং ৩টি হাফেজিয়া মাদ্রাসা আছে ১ কাটলা হাফেজিয়া মাদ্রাসা ২ কাটলা মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসা ,৩ শৈলান হাফেজিয়া মাদ্রাসা
অর্থনীতি
কাটলার অর্থনীতি কৃষি নির্ভর। এখানে উৎপাদিত প্রধান প্রধান ফসল হল বোরো, আমন, গম, সরিষা ও পাট।
কৃষি জমির পরিমাণ: ২৮৩৪ হেক্টর
আবাদ যোগ্য জমির পরিমাণ: ১৩৩০ হেক্টর
অগভীর নলকুপের সংখ্যা: ৪৫০ টি
গভীর নলকুপের সংখ্যা : ২২ টি
বিদুৎতায়িত গ্রাম :১৭টি
তথ্যসূত্র
↑"সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ অক্টোবর ২০১৮। ১০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।