কাঁচের স্বর্গ |
---|
চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | যাত্রিক |
---|
প্রযোজক | প্রকাশ চন্দ্র নান |
---|
রচয়িতা | যাত্রিক |
---|
শ্রেষ্ঠাংশে | |
---|
সুরকার | জ্যোতিরিন্দ্র মৈত্র |
---|
চিত্রগ্রাহক | |
---|
সম্পাদক | দুলাল দত্ত |
---|
প্রযোজনা কোম্পানি | চিত্রযুগ |
---|
পরিবেশক | মিতালী ফিল্মস প্রাইভেট লিমিটেড |
---|
মুক্তি |
- ৯ ফেব্রুয়ারি ১৯৬২ (1962-02-09)
|
---|
দেশ | ভারত |
---|
ভাষা | বাংলা |
---|
কাঁচের স্বর্গ যাত্রিক রচিত ও পরিচালিত ১৯৬২ সালের বাংলা ভাষার ভারতীয় নাট্যধর্মী চলচ্চিত্র।[১] চিত্রযুগের ব্যানারের এটি প্রযোজনা করেন প্রকাশ চন্দ্র নান। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দিলীপ মুখোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, বিকাশ রায়, ও পাহাড়ী সান্যাল।[২] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন জ্যোতিরিন্দ্র মৈত্র। এটি ১৯৬২ সালের ৯ই ফেব্রুয়ারি মুক্তি পায়।[৩] চলচ্চিত্রটি ১০ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক[৪] ও ২৬তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারে ৩য় শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার অর্জন করে।[৫]
অভিনয়শিল্পীদল
সঙ্গীত
কাঁচের স্বর্গ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন জ্যোতিরিন্দ্র মৈত্র। গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গানে কণ্ঠ দেন সুমিত্রা সেন ও দ্বিজেন মুখোপাধ্যায়।[৬]
পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
১৯৫৪-১৯৬৫ | |
---|
১৯৬৬-১৯৮০ | |
---|
১৯৮১-২০০০ | |
---|
২০০১-২০২০ | |
---|
২০২১-বর্তমান | |
---|