কাঁচা আমের চাটনি

কাঁচা আমের চাটনি
জিরা সহযোগে আমের চাটনি
ধরনচাটনি
প্রকারআচার
উৎপত্তিস্থলবাংলাদেশভারত
প্রধান উপকরণকাঁচা আম

কাঁচা আমের চাটনি হল আপরিপক্ব আম থেকে প্রস্তুতকৃত একপ্রকার উপমহাদেশীয় চাটনি যা সবুজ আমের চাটনি নামেও পরিচিত।[][][][]

উপকরণ

কাঁচা আমের চাটনি বা সবুজ আমের চাটনির প্রধান উপাদান হল কাঁচা আম, লবণ, জিরা গুঁড়া, কালো সরিষা, সরিষার তেল, হলুদ গুঁড়া, চিনি, কাজু বাদাম, মেথি এবং সরিষার বীজের মিশ্রণ।[][] অস্ট্রেলিয়াতে এর সঙ্গে কিশমিশ এবং আপেলও দেওয়া হয়।[]

প্রস্তত প্রণালি

  • প্রথমে আমের খোসা ছাড়িয়ে টুকরা করে নেওয়া হয়।
  • তারপর একটি পাত্রে তেল গরম করা হয়। সরিষা ও শুকনা মরিচ দিয়ে তেল ভালো করে ফুটানো হয়।
  • এরপর আগুনের তাপ কমিয়ে পাত্রে আমের টুকরাগুলো দিয়ে লবণ ও হলুদ দিয়ে কয়েক মিনিট নাড়া হয়।
  • তারপর পাত্রে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়।
  • ৫ মিনিট পর আম নরম হয়ে গেলে চিনি দিয়ে নেড়ে কাজু বাদাম এবং কিশমিশ কুচি মেশানো হয়। সঙ্গে পাতিলেবুর রস দেওয়া যেতে পারে।[] তবে বেশি টক থাকলে অতিরিক্ত চিনি দিতে হবে। ঘন হয়ে আসলে আগুন থেকে নামিয়ে নেওয়া হয়।[][]

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "Green Mango Chutney"। Yahoo lifestyle। ২০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "Recipe: Raw mango chutney"। Times Of India। 
  3. "Make your own: Mango Chutney"। Mother Nature Network। 
  4. "Spiced Mango Chutney With Chiles"New York Times 
  5. দাস, রূম্পা। "কাঁচা আমের চাটনি"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ 
  6. "কাঁচা আমের চাটনি"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "Mango chutney"। Special Broadcasting Service। 
  8. "Annette's custom green mango chutney"। Australian Broadcasting Corporation। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!