কলিম উদ্দিন আহমেদ মিলন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২][৩]
প্রাথমিক জীবন
কলিম উদ্দিন আহমেদ মিলন সুনামগঞ্জের ছাতকের বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
কলিম উদ্দিন আহমেদ মিলন ছাত্রজীবন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক।
তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৫ আসন থেকে ২য়বার সংসদ সদস্য নির্বাচিত হন।[২]
তিনি ১৯৯৬ সালে বিএনপিতে যোগদিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৫ আসন থেকে পরাজিত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মননয়নে সুনামগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩][৪]
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।[৫][৬]
২০১৭ সালে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
তথ্যসূত্র