করুণা ঘোষ

করুণা ঘোষ
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)

ভারত
পেশারাজনীতিবিদ,
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন,
অপরাধের অভিযোগভারত ছাড়ো আন্দোলন
অপরাধের শাস্তি১৯৪২
অপরাধীর অবস্থাপ্রেসিডেন্সি জেল

করুণা ঘোষ ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী।

রাজনৈতিক জীবন

করুণা ঘোষ ১৯৪২ সালে 'ভারত ছাড়ো' আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং এর ফলে গ্রেপ্তার হন। তিনি নিরাপত্তারূপে প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন []

তথ্যসূত্র

  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২৩৮। আইএসবিএন 978-81-85459-82-0 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!