করণ সিং ঠাকরাল |
---|
জন্ম | (1955-04-07) ৭ এপ্রিল ১৯৫৫ (বয়স ৬৯)
|
---|
পেশা | ব্যবসায়ী |
---|
উপাধি | নির্বাহী পরিচালক, ঠাকরাল গ্রুপ |
---|
দাম্পত্য সঙ্গী | দেবিন্দর কাউর |
---|
সন্তান | ৫ |
---|
করণ সিং ঠাকরাল একটি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ঠাকরাল গ্রুপের নির্বাহী পরিচালক। [১] আবাসন, প্রযুক্তি, ভোক্তা পণ্য বিতরণ, উৎপাদন এবং খুচরা ব্যবসায় এই গ্রুপটির বয়স ১১৭ বছর। এই গ্রুপটির সদর দফতর সিঙ্গাপুরে এবং ৩০ টি দেশে অফিস রয়েছে। [২]
ব্যবসায়িক ক্যারিয়ার
করণ ঠাকরাল গ্রুপের বেশ কয়েকটি সংস্থার চেয়ারম্যান ও পরিচালক হিসাবে কাজ করেছেন। [৩] তাঁর প্রাথমিক দৃষ্টি ভারত, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার দিকে নিবদ্ধ। [৪]
তিনি ডেনমার্কে সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূত। এর আগে তিনি শ্রীলঙ্কায় সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। [৫] তিনি সিঙ্গাপুরে বেসরকারী ও সরকারি উভয় ক্ষেত্রেই বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি সিঙ্গাপুর সরকার সম্পর্কিত বিভিন্ন সংস্থার বোর্ডে দায়িত্ব পালন করেছেন। [৬][৭][৮]
প্রথম এবং ব্যক্তিগত জীবন
করণ বিবাহিত এবং তার পাঁচ সন্তান [৯] এবং সাত নাতি-নাতনি রয়েছে। [১০]
তথ্যসূত্র