কম্পিউটার সম্পর্কিত শব্দের তালিকা

অ-আ

ধাপে ধাপে সমস্যা সমাধানের পদ্ধতি বিশেষ। অর্থাৎ একটি সমস্যাকে সীমিত সংখ্যক কয়েকটি ধাপে ভেঙে প্রত্যেকটি ধাপ পরপর সমাধান করে সমগ্র সমস্যা সমাধান করা হয়।
একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যেটি পরিবর্তিত লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। [][]
একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যেটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।

ই-ঊ

এ-ঐ

এক গুচ্ছ ফাংশনের সমষ্টি। এটি একটি ইন্টারফেস যা কোন কম্পিউটার, লাইব্রেরি অথবা অ্যাপলিকেশন অন্য অ্যাপ্লিকেশনকে বিভিন্ন সার্ভিস দেয়ার লক্ষ্যে বা ডাটা বিনিময়ের জন্য প্রদান করে থাকে। সাধারণত সফটওয়্যার প্রস্তুতকারক কোম্পানি এটি তৈরি করে।[]
একটি মার্কিন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি। কোম্পানিটির সদর-দপ্তর ক্যালিফোর্নিয়ার সান জোস শহরে অবস্থিত। অ্যাডোবি সিস্টেমস মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত।
অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি), ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় অবস্থিত একটি আমেরিকান বহুজাতিক সেমিকন্ডাক্টর কোম্পানি যারা কম্পিউটার প্রসেসর এবং এর সাথে জড়িত অন্যান্য প্রযুক্তি ব্যবসা এবং ভোক্তা বাজারের জন্য তৈরি করে থাকে।
একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ যার মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
ইন্টারনেটে তথ্য আদান প্রদানের একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত পদ্ধতি।
  • এইচটিটিপি কুকি

ক-খ

গ-ঘ

জ-ঝ

ট-ঠ

ড-ঢ

ত-থ

ব-ভ

তথ্যসূত্র

  1. "ফিলোজপি এবং গোল"source.android.comগুগল। ২০১১। ১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-২৩ 
  2. "Google Projects for Android"code.google.com। Google Inc। ২০১১। ২০১০-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-২৩ 
  3. "Customer Information Manager (CIM)" (পিডিএফ)SOAP API Documentation। Authorize.Net। জুলাই ২০১৩। ২০১৩-০৬-২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২৭ 
  4. "What is Laptop Computer?"Webopedia (ইংরেজি ভাষায়)। ১৯৯৬-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০২ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!