কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট
Compact Polytechnic institute |
নীতিবাক্য | শিক্ষা ও প্রযুক্তির জন্য এসো |
---|
ধরন | বেসরকারি |
---|
স্থাপিত | ২০১০ (2010) |
---|
অধ্যক্ষ | মোস্তাফিজুর রহমান |
---|
পরিচালক |
- আব্দুর রহমান সুজন
- আসাদুর জাম্মান
- চন্দন বর্ণীক
- বাসু দেব মুল্লিক
|
---|
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২০ |
---|
শিক্ষার্থী | ৮০০+ |
---|
অবস্থান | , |
---|
শিক্ষাঙ্গন | একাডেমী রোড,ফেনী |
---|
ভাষা | বাংলা,ইংরেজি |
---|
সংক্ষিপ্ত নাম | সিপিআই/CPI |
---|
অধিভুক্তি | বাকাশিবো |
---|
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল ও অন্যান্য |
---|
ওয়েবসাইট | cpifeni.edu.bd |
---|
কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, এটি বাকাশিবো এর অধীনে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে। ইনস্টিটিউট টি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে ফেনীতে।।[১]
ইতিহাস
কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট ২০১০ সালে প্রতিষ্ঠাত হয়। প্রতিষ্ঠানটি কিছু শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলেন। যা বর্তমানে ফেনী জেলার সবচেয়ে ব্যয়বহুল বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট হিসাবে পরিচিত। যেখানে আজ হাজার হাজার শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স করছে।
বিভাগ সমূহ
কমপেক্ট পলিটেকনিক ইন্সটিটিউটে ৫টি প্রযুক্তি ও প্রকৌশল বিভাগ রয়েছে :-
প্রকৌশল বিভাগ
বিভাগসমূহের ল্যাবরেটরি
কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটে ল্যাবরেটরি সমূহঃ
- সিভিল ল্যাবরেটরি
- কম্পিউটার ল্যাবরেটরি
- ফিজিক্স ল্যাবরেটরি
- কেমিস্ট্রি ল্যাবরেটরি
- ইলেকট্রনিক ল্যাবরেটরি
শিক্ষা পদ্ধতি
চার বছর মেয়াদে একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সহ মোট আটটি পর্বে এই কোর্স শেষ হয়। পর্ব সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং শিক্ষার্থীদের উপস্থিতির উপর ভিত্তি করে প্রতি পর্বে ৪৫% শিক্ষার্থী (ছাত্রী ১০০%) প্রাতিষ্ঠানিক ভাবে বৃত্তি পেয়ে থাকে। মেয়ে শিক্ষার্থীদের জন্য সেমিষ্টার ফী ৫০% মওকুফ করা হয়েছে। এছাড়া বিশ্ব ব্যাংক গোষ্ঠী হতেও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে।
অধিভুক্তি
কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আধীনে বাকাশিবো কর্তৃক পরিচালিত একটি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
সংগঠন
- সিপিআই ব্লাড ব্যাংক
- কমপেক্ট র্যাগ ডে ফ্যামিলি
ভর্তির যোগ্যতা
- এসএসসি/সমমান উত্তীর্ণ
- এইচএসসি বিজ্ঞান
ক্যাম্পাস
একাডেমী রোড(জিয়া একাডেমীর সামনে এবং শহিদ সালাম স্টেডিয়ামের পাশে), ফেনী
তথ্যসূত্র