কবি নজরুল ইনস্টিটিউট বাংলাদেশের কবি নজরুল বিষয়ক সরকারি ইনস্টিটিউট যা ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়।[২]
এর সদর ঢাকার ধানমন্ডির দপ্তর কবি ভবনে অবস্থিত।[৩]
কার্যক্রম
১২ জুন ১৯৮৪ সালের নজরুল ইনস্টিটিউটের অধ্যাদেশ অনুযায়ী, কবি সম্পর্কিত ইনস্টিটিউটের কার্যক্রম ও উদ্দেশ্য হলো:[৪]
- সংগীত ও অন্যান্য সাহিত্যকর্ম দেশ ও বিদেশ হতে সংগ্রহ, সংকলন, সংরক্ষণ এবং প্রকাশ করা।
- সকল সাহিত্যকর্ম অনুশীলনে উৎসাহিত করা।
- সাহিত্যকর্মের উপর গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার ব্যবস্থা গ্রহণ।
- সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে কবির অবদান সম্পর্কে সম্মেলন, বক্তৃতা, বিতর্ক ও সেমিনারের আয়োজন করা।
- সংগীত ও সাহিত্য সম্পর্কিত পুস্তক, রেকর্ড, টেপ সংগ্রহ ও সংরক্ষণের জন্য লাইব্রেরি/আর্কাইভ প্রতিষ্ঠা করা।
- সংগীত সঠিকভাবে চর্চা ও প্রচারের জন্য স্বরলিপি তৈরি করা এবং গ্রহণযোগ্য মর্যাদায় গ্রামোফোন রেকর্ড, বাণিজ্যিক টেপ, চলচ্চিত্র এবং বাংলাদেশে প্রকাশিত স্বরলিপি বইয়ের উপস্থাপনা ও তদারকি করা।
- সংগীত ও নজরুলের কবিতা আবৃত্তির যথার্থ প্রশিক্ষণের ব্যবস্থা করা।
- সকল লেখক কবির সাহিত্যকর্মের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তাদের পুরস্কার এবং পদক প্রদান করা।
নজরুল পুরস্কার
তথ্যসূত্র
|
---|
জীবন | | |
---|
সৃষ্টিকর্ম | কবিতা | |
---|
কবিতা ও সংগীত | |
---|
| |
---|
ছোট গল্প | |
---|
উপন্যাস | |
---|
নাটক | |
---|
প্রবন্ধ, নিবন্ধ ও সম্পাদিত পত্রিকা | |
---|
অনুবাদ এবং বিবিধ | |
---|
পরিচালিত চলচ্চিত্র |
- ধূপছায়া
- বিদ্যাপতি(১৯৩৭) - কাহিনীকার
- সাপুড়ে (১৯৩৯) - কাহিনীকার
|
---|
সঙ্গীত পরিচালনা ও গীতিকার |
- জামাই ষষ্ঠী (১৯৩১)
- পাতালপুরী (১৯৩৫)
- গৃহদাহ (১৯৩৬)
- গ্রহেরফের (১৯৩৭)
- বিদ্যাপতি(১৯৩৭)
- গোরা (১৯৩৮)
- হাল বাংলা (১৯৩৮)
- সাপুড়ে (১৯৩৯)
- রজতজয়ন্তী (১৯৩৯)
- নন্দিনী (১৯৪১)
- অভিনয় (১৯৪১)
- দিকশূল (১৯৪১)
- মদিনা (১৯৪১)
- চৌরঙ্গী (১৯৪২)
- দিলরুবা (১৯৪২)
|
---|
চলচ্চিত্র সংশ্লিষ্ঠতা |
- ‘জ্যোৎস্নার রাত’ (১৯৩১)
- ‘প্রহ্লাদ’ (১৯৩১)
- ‘ঋষির প্রেম’ (১৯৩১)
- ‘বিষ্ণুমায়া’ (১৯৩২)
- ‘চিরকুমারী’ (১৯৩২)
- ‘কৃষ্ণকান্তের উইল’ (১৯৩২)
- ‘কলঙ্ক ভঞ্জন‘ (১৯৩২)
- ‘ধ্রুব‘ (১৯৩৩)
- ‘রাধাকৃষ্ণ’ (১৯৩৩)
- ‘জয়দেব’ (১৯৩৩)
|
---|
|
---|
অভিযোজন | |
---|
স্থান | |
---|
পরিবার | |
---|
স্মারক | |
---|
পুরস্কার | |
---|