উলে গুনার সুলশার (Ole Gunnar Solskjær; জন্ম: ফেব্রুয়ারি ২৬, ১৯৭৩) একজন প্রাক্তন নরওয়েজীয় ফুটবলার যিনি বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব এর ব্যবস্থাপক। পেশাদার ফুটবলার হিসেবে ইংল্যান্ডে আসার আগে সুলশার নরওয়ে সেনাবাহিনীতে এক বছর কাজ করেন।[২] তিনি অনিয়মিত ভাবে তৃতীয় বিভাগের দল ক্লাউজেনেনগেন এফ কে এ খেলতেন, পরে তিনি নরওয়ে প্রিমিয়ার লিগের দল মোল্ডে এফ কে দলে সরে আসেন ১৯৯৪ সালে। জুলাই ২৯, ১৯৯৬ সালে তিনি যোগ দেন ইউনাইটেডে, তখন তার ফি ছিল £১.৫ মিলিয়ন। ২০ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলা সুলশার ম্যানচেস্টার ইউনাইটেডেই তার ফুটবল জীবনের ইতি টেনেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি ৩৬৬ খেলায় ১২৬ গোল করেছেন। ১৯৯৯ সালের ত্রয়ী জেতা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
খেলার শেষের দিকে গোল করার প্রবণতার কারণে সলশেয়ার বিখ্যাত ছিলেন। প্রায়শই হারের মুখ থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে ড্র এমনকি বিজয় এনে দিয়েছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ১৯৯৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলায় বার্সেলোনার ক্যাম্প ন্যু তে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অতিরিক্ত সময়ে তার দেয়া বিজয়সূচক গোল।
২০০৭ সালের ২৭ আগস্ট গুরুতর হাঁটুর আঘাতের ফলে সুলশার তার ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য হন।[৩] তবে তিনি ওল্ড ট্রাফোর্ডেই তার কোচিং ক্যারিয়ার শুরু করবেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
(কা) = কার্যনির্বাহী; (খে) = খেলোয়াড়–ম্যানেজার; (ত) = তত্ত্বাবধায়ক |