ওয়ার মেশিন (জেমস রুপার্ট "রোডি" রোডস) হলো মার্ভেল কমিক্স দ্বারা প্রকাশিত মার্কিন কমিক বইয়ে আবির্ভূত একটি কাল্পনিক সুপারহিরো। জীম রোডস ডেভিড মিশেলিনি ও জন বার্ন কর্তৃক আয়রন ম্যান #১১৮ (জানুয়ারি ১৯৭৯)-এ প্রথমবারের জন্য আবির্ভূত হয়। ওয়ার মেশিন কবচটি লেন ক্যামিনস্কি ও কেভ হপগুড দ্বারা উদ্ভাবিত।[১]
২০১২ সালে, আইজিএন-এর "দ্য টপ ৫০ অ্যাভেঞ্জার্স"-এর তালিকায় ওয়ার মেশিনকে ৩১তম স্থান প্রদান করা হয়।[২] অধিকতর, চরিত্রটি এনিমেটেড ধারাবাহিক আয়রন ম্যান, আয়রন ম্যান: আর্মোর্ড অ্যাডভেঞ্চার্স ধারাবাহিক এবং এনিমেটেড চলচ্চিত্র দ্য ইনভিঞ্চিবল আয়রন ম্যান-এ আবির্ভূত হয়। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে, টেরেন্স হাওয়ার্ড প্রথমে আয়রন ম্যান (২০০৮)-এ রোডস হিসেবে অভিনয় করেন, যা ছিল রোডস-এর "ওয়ার মেশিন" ছদ্মনাম ধারণ করার পূর্বে। ডন চিডল হাওয়ার্ডের পরিবর্তে আয়রন ম্যান ২ (২০১০)-এ ভূমিকাটিতে অভিনয়ের দ্বায়িত গ্রহণ করেন এবং আয়রন ম্যান ৩ (২০১৩), অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫), ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮) এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯)-এর পাশাপাশি ক্যাপ্টেন মার্ভেল (২০১৯)-এ একটি সংক্ষিপ্ত আবির্ভাবে চরিত্রটিতে পুনরাবৃত্তি করেন।[৩][৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ